কম সময়ে সর্বাধিক ইঞ্জিন তৈরির রেকর্ড, লিমকা বুক অফ রেকর্ডসে নাম উঠল চিত্তরঞ্জন লোকোমোটিভের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Mar 2020 07:38 PM (IST)
চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের মুখ্য জনসংযোগ আধিকারিক মন্তার সিংহ জানিয়েছেন, ‘সামনের অর্থবর্ষে এই রেকর্ড ছাপিয়ে যাওয়া আমাদের লক্ষ্য।’
অরিত্রিক ভট্টাচার্য ও কৌশিক গাঁতাইত, আসানসোল: ইঞ্জিন তৈরিতে ফের নিজেদের রেকর্ড ভাঙল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। এবার আর শুধু রেকর্ড ভাঙাই নয়, জায়গা করে নিল লিমকা বুক অফ রেকর্ডসে। কম সময়ে, সর্বাধিক ইঞ্জিন তৈরির রেকর্ড গড়ল পশ্চিম বর্ধমানের আসানসোলের এই রেল ইঞ্জিন কারখানা। ২০১৮-’১৯ অর্থবর্ষে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় তৈরি হয়েছে ৪০২টি ইঞ্জিন। এর আগে ২০১৭-১৮ অর্থবর্ষে তৈরি হয়েছিল ৩০০টি রেল ইঞ্জিন। কর্মীদের মতে, টিম ওয়ার্কের জন্যই নতুন নজির তৈরি সম্ভব হয়েছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের মুখ্য জনসংযোগ আধিকারিক মন্তার সিংহ জানিয়েছেন, ‘সামনের অর্থবর্ষে এই রেকর্ড ছাপিয়ে যাওয়া আমাদের লক্ষ্য।’ ১৯৫০ সালের ২৬ জানুয়ারি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের পথ চলা শুরু। এই মুহূর্তে দেশের দ্রুতগতির ১৬০ কিলোমিটার বেগে চলা ইঞ্জিন তৈরি হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভে। ২০০ কিলোমিটার গতিতে চলা একটি ইঞ্জিনও সম্প্রতি তৈরি হয়েছে। এবার রেকর্ডও গড়ল চিত্তরঞ্জন লোকোমোটিভ।