নয়াদিল্লি: হিন্দু সেনার শাহিনবাগ থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে ১৪৪ ধারা জারি করল পুলিশ। হিন্দু সেনা আজকের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি বাতিল করলেও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই শাহিনবাগে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


শাহিনবাগে দু’মাসেরও বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভ চলছে। মূলত মহিলারাই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। একাধিক বিজেপি নেতা শাহিনবাগের আন্দোলনকারীদের বিরুদ্ধে সরব হয়েছেন। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধান ইস্যু হয়ে উঠেছিল শাহিনবাগ। তারপর দিল্লিতে হিংসার ঘটনায় বহু মানুষের প্রাণ গিয়েছে। কিন্তু তারপরেও শাহিনবাগ নিয়ে বিতর্ক ও উস্কানিমূলক বক্তব্য বন্ধ হচ্ছে না।

আজকের কর্মসূচি বাতিল করা প্রসঙ্গে হিন্দু সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পুলিশ আমাদের আন্দোলন কর্মসূচি বাতিল করার জন্য চাপ দিয়েছে।’ এ বিষয়ে ডিসিপি (দক্ষিণ-পূর্ব দিল্লি) আর পি মীনা জানিয়েছেন, ‘পুলিশকর্মীরা ঠিক সময়ে হস্তক্ষেপ করে প্রস্তাবিত বিক্ষোভ বাতিল করেছেন। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শাহিনবাগের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ১২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মধ্যে মহিলাদের দু’টি বাহিনী, স্থানীয় পুলিশ এবং চারটি পুলিশ জেলা থেকে ১০০ জন করে নিরাপত্তারক্ষী আছেন।’