নয়াদিল্লি: আফগানিস্তান থেকে আসা শিখ শরণার্থীদের সঙ্গে বৃহস্পতিবার কথা হল বিজেপির কার্যকরী সভাপতি জে পি নড্ডার। দেশের নানা শহরে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ ক্রমশ ছড়াচ্ছে। কিন্তু তা সত্ত্বেও নরেন্দ্র মোদি সরকার সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করবে, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরির প্রক্রিয়াও চালু হবে বলে জানিয়ে দিলেন নড্ডা।
প্রসঙ্গত, সংশোধিত নয়া নাগরিকত্ব আইনবলে যে তিনটি দেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে আসা উদ্বাস্তুরা ভারতের নাগরিকত্ব পাবেন, সেগুলির মধ্যে আফগানিস্তান আছে।
বিরোধী রাজনৈতিক দলগুলি যেভাবে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায়, প্রতিবাদে সরব হয়েছে, তারও তীব্র নিন্দা করে নড্ডার দাবি, তারা ভোটব্যাঙ্কের রাজনীতি করছে, তিনটি প্রতিবেশী দেশ থেকে শরণার্থী হয়ে ভারতে আসা লোকজনের দুরবস্থার কথা উপেক্ষা করছে।
নড্ডা বলেছেন, যারা নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন, তাদের আইনের মুখোমুখি হতে হবে। এইসব লোকজন গত ২৮-৩০ বছর ধরে ভারতে বাস করছে, কিন্তু নাগরিকত্ব না পাওয়ায় বাড়ি কিনতে পারছে না বা বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে পারছে না। আমাদের বিরোধীরা নিজেদের ভোটব্যাঙ্ক রাজনীতির বাইরে কিছুই দেখতে পায় না।
তারপরই তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে, আরও এগিয়ে যাবেও। আগামী দিনে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে, চালু হবে এনআরসিও।
সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগ হবে, চালু হবে এনআরসি প্রক্রিয়াও, বিরোধীদের ‘ভোটব্যাঙ্কের রাজনীতি’র নিন্দা করে জানিয়ে দিলেন বিজেপির কার্যকরী সভাপতি
Web Desk, ABP Ananda
Updated at:
19 Dec 2019 05:26 PM (IST)
নড্ডা বলেছেন, যারা নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন, তাদের আইনের মুখোমুখি হতে হবে। এইসব লোকজন গত ২৮-৩০ বছর ধরে ভারতে বাস করছে, কিন্তু নাগরিকত্ব না পাওয়ায় বাড়ি কিনতে পারছে না বা বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে পারছে না। আমাদের বিরোধীরা নিজেদের ভোটব্যাঙ্ক রাজনীতির বাইরে কিছুই দেখতে পায় না।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -