মুম্বই: দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জীর বিরুদ্ধে বিক্ষোভ জারি থাকলেও, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি বলিউড তারকা বরুণ ধবন। তাঁর দাবি, ভয় পাননি, তবে এ বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত না হয়ে মন্তব্য করবেন না।

আসন্ন ছবি ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’-র প্রচার উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন বরুণ। সেখানেই নাগরিকত্ব সংশোধনী আইন-বিরোধী বিক্ষোভ সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। জবাবে এই অভিনেতা বলেন, ‘সবারই ব্যক্তিগত মতামত রয়েছে। আমি ভয় পাইনি। আমি দেশ ও দেশের মানুষকে ভালবাসি। সবার সঙ্গে থাকলে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে হয়। সোশ্যাল মিডিয়ায় সব বিষয়ে মন্তব্য করা যেন নিয়ম হয়ে গিয়েছে। কেউ ট্যুইট না করলেই তার সমালোচনা করা হয়। কিন্তু ট্যুইটের মানে কী? দেশের সব মানুষ কী ট্যুইটারে আছেন? আমি বাড়িতে বসে বাবা-মা, বন্ধুদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে পারি। নিজের জীবনের মাধ্যমেই সবাই পরিবর্তন আনতে পারে।’

ফারহান আখতার, শিবানি ডান্ডেকর, মনিকা ডোগরার মতো বলিউড তারকারা জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে বরুণ বলেছেন, ‘আমাদের দেশে যা হচ্ছে, সে বিষয়ে খবর রাখছি। কিন্তু চার-পাঁচ রকমের কথা শোনা যাচ্ছে বলে আমি কোনও মন্তব্য করতে চাই না। আমরা মুম্বইয়ে বসে আছি আর দেশের অন্য কোথাও কোনও ঘটনা ঘটছে। তাই কোনও বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত না হয়ে মন্তব্য করা উচিত নয়। যে কোনও শান্তিপূর্ণ আন্দোলনের উপর শক্তি প্রয়োগ খারাপ। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। লোকজন অন্যায় করছে। এটা সংবেদনশীল বিষয়। কোনও মন্তব্য করা বা কারও সমালোচনা করা সহজ। কিন্তু একজন ব্যক্তিত্বের দায়িত্ব থাকে। তাই আমি পরিস্থিতির বিষয়ে সবটা জেনেই মন্তব্য করব।’