শ্রীনগর: এবার থেকে জম্মু ও কাশ্মীরে যে রুট দিয়ে এবং যে সময় বাহিনীর কনভয় যাবে, তখন কিছুক্ষণের জন্য অন্যান্য নাগরিক যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হবে। শুক্রবার, উপত্যকায় গিয়ে এমনটাই ঘোষণা করলেন রাজনাথ সিংহ।
বৃহস্পতিবারের ভয়াবহ জঙ্গি হামলার অব্যবহিত পর এদিন উপত্যকায় গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের নিরাপত্তা-সংক্রান্ত বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক, স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা, সিআরপি ডিজি আর আর ভাটনগর, জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংহ সহ একাধিক প্রশাসনিক কর্তাব্যক্তিরা।
বৈঠক শেষে তিনি এই ঘোষণা করেন। রাজনাথের মতে, এর ফলে, সাধারণ নাগরিকদের সাময়িক সমস্যা হবে। এর জন্য তিনি আগাম ক্ষমা চেয়ে নেন। কিন্তু, একইসঙ্গে মনে করিয়ে দেন, বাহিনীর নিরাপত্তার জন্য এই পদক্ষেপ প্রয়োজন।
এর পাশাপাশি, রাজ্যের নাম না করে বিচ্ছিন্নতাবাদী ও হুরিয়তদের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দেন রাজনাথ। বলেন, জম্মু ও কাশ্মীরের কয়েকজনের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ও জঙ্গি সংগঠনগুলির যোগাযোগ রয়েছে। পাকিস্তান থেকে তারা তহবিলও পাচ্ছে। সেই সব ব্যক্তিদের দেওয়া নিরাপত্তাকে পুনরায় খতিয়ে দেখা হচ্ছে।