নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলার শুনানির ক্ষেত্রে আমূল বদল আনার উদ্যোগ নিলেন নয়া প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। দায়িত্ব নিয়েই তাঁর নির্দেশ, মাপকাঠি ঠিক না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড ও উচ্ছেদ সংক্রান্ত মামলা ছাড়া অন্য কোনও মামলার ক্ষেত্রে জরুরি ভিত্তিতে শুনানি হবে না। আজই ভারতের ৪৬-তম প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেছেন গগৈ। তিনিই উত্তর-পূর্ব ভারতের প্রথম ব্যক্তি যিনি এই পদে আসীন হলেন। এই দায়িত্ব নেওয়ার পরেই গগৈ বলেছেন, ‘আমরা আগে মাপকাঠি ঠিক করব, তারপর দেখব কীসের ভিত্তিতে শুনানি হবে। যদি আগামীকাল কাউকে ফাঁসি দেওয়ার কথা বলা হয় অথবা উচ্ছেদ করার সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজনীয়তা বুঝতে পারি। অন্যান্য ক্ষেত্রে জরুরি ভিত্তিতে শুনানি হবে না।’ আইনজীবী ম্যাথিউজ নেদুমপারা একটি বিষয় উত্থাপন করতে গিয়ে গগৈকে ‘বিচারব্যবস্থার অধিনায়ক’ হওয়ার জন্য অভিনন্দন জানান। তাঁকে থামিয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘মিস্টার নেদুমপারা, কাজের কথায় আসুন। এটা এসব কথা বলার জায়গা নয়। আমাদের এসব বলার দরকার নেই। আপনি একটি বিষয় উত্থাপন করতে এসেছেন? মাপকাঠি ঠিক না হওয়া পর্যন্ত কিছু উত্থাপন করা হবে না।’