নয়াদিল্লি: মহার্ঘ বাইক হার্লে ডেভিডসনে সওয়ার দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। আর সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। টি-শার্ট ও প্যান্ট পরে বাইকে বসা তাঁর ছবি নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে।
সুপ্রিম কোর্টের ৪৭ তম প্রধান বিচারপতি বোবদে। এই দায়িত্বের গুরুভার সামলানোর অবকাশেই তাঁর বাইক-প্রীতির ছবি সামনে এসেছে। আর তাঁর বাইক-প্রেম অজানা নয়। সুযোগ আসতেই একেবারে ফুরফুরে মেজাজে হার্লে ডেভিডসনে চড়ে বসলেন তিনি। জানা গেছে, নাগপুরে গিয়ে বাইকে চড়েছিলেন প্রধান বিচারপতি।


প্রধান বিচারপতি পদে নিয়োগের আগে সংবাদমাধ্যমকে তাঁর টু-হুইলারের প্রতি আসক্তির কথা জানিয়েছিলেন বোবদে। তিনি বলেছিলেন, আমি বাইকে চড়তে পছন্দ করে। আমার একটা বুলেটও রয়েছে।
তাঁর বিশেষ আকর্ষণ ও মোটরসাইকেলে পছন্দের ব্র্যান্ড সম্পর্কে জানতে চাওয়া হলে ওই মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি।
২০১৯-এ মোটরসাইকেলে টেস্ট রাইডিংয়ের সময় দুর্ঘটনার মুখেও পড়তে হয়েছিল প্রধান বিচারপতিকে। আর সেই সময়ও হার্লে ডেভিডসনেরই সওয়ারি হয়েছিলেন বলে খবর। বাইক থেকে পড়ে গিয়ে তাঁর গোড়ালিতে চোট লেগেছিল। এই দুর্ঘটনার জন্য তাঁকে আদালতের কাজ ও কলেজিয়ামের বৈঠক থেকে দূর থাকতে হয়েছিল।
চে গুয়েভারার সিনেমা দ্য মোটরসাইকেল ডায়েরিস সম্পর্কেও তাঁর অনুরাগের কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি।