ত্রিশূর: লকডাউনে স্কুল বন্ধ। বাড়িতে বসে পড়াশোনার মাঝেই সৃষ্টিশীলতায় মেতে উঠল ১২ বছরের একটি ছেলে। আর কেরলের ত্রিশূরের ছেলেটি শুধুমাত্র খবরের কাগজ গিয়ে ট্রেনের মডেল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়ে নিয়েছে।
অদ্বৈত কৃষ্ণ নামে ওই কিশোরের এই বুদ্ধিদীপ্ত সৃষ্টির ভিডিও রেলমন্ত্রক তাদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে। রেলওয়ে জানিয়েছে, ট্রেনের এই প্রতিরূপ অদ্বৈত তৈরি করেছে মাত্র তিনদিনে। রেল নিয়ে দারুণ উত্সুক সে। সেই কৌতূহল থেকেই নিজের হাতে খবরের কাগজের ৩৩ শিট, ১০ টি এ ৪ শিট ও আঠা দিয়ে ট্রেনের এই মডেল গড়েছে সে।


সপ্তম শ্রেণির ওই ছাত্রের দুটি ছবি ও একটি ভিডিও শেয়ার করে রেল মন্ত্রক ক্যাপশনে জানিয়েছে, খবরের কাগজ ব্যবহার করে এই নজরকাড়া মডেল তৈরি করেছে অদ্বৈত। এটি তৈরি করতে তার মাত্র তিন দিন সময় লেগেছে।



ভিডিও ক্লিপিংয়ে অদ্বৈতকে বাড়িতে বসে ট্রেনের প্রতিরূপ তৈরি করতে দেখা যাচ্ছে। ট্রেনের এই মডেলের বিভিন্ন অংশ আলাদা ভাবে তৈরি করে জুড়তে দেখা যাচ্ছে তাকে।

রেলমন্ত্রক জানিয়েছে, অদ্বৈত চেরপুর সিএনএন বয়েস হাইস্কুলের ছাত্র। ভিডিওটি ৩২ হাজারের বেশি দর্শক দেখেছেন। নেটিজেনরা ছোট্ট অদ্বৈতের এই সৃষ্টিশীলতার উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন।