অখিলেশের বাবা তুলসি রাম জানিয়েছেন, ‘গতকাল রাতে আমাদের ফোন করে কেরলে বিমান দুর্ঘটনার কথা জানানো হয়। প্রথমে বলা হয়, আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক। পরে ওর মৃত্যুর খবর জানানো হয়। খবর পেয়ে ওর জামাইবাবু ও ভাই কেরলে গিয়েছে।’
ক্যাপ্টেন দীপকের আত্মীয় নীলেশ শাঠে ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘আমার আত্মীয়ের চেয়েও বেশি বন্ধু ছিল দীপক। ও আর বেঁচে নেই, সেটা বিশ্বাস হচ্ছে না। ওর ৩৬ বছর ধরে বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। ২০০৫ সালে বাণিজ্যিক পাইলট হিসেবে এয়ার ইন্ডিয়ায় যোগ দেওয়ার আগে ও ২১ বছর ভারতীয় বায়ুসেনায় ছিল। ওর সঙ্গে এক সপ্তাহ আগেই কথা হয়। ও সবসময় হাসিখুশি ছিল।’