নয়াদিল্লি: প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যেও চাপানউতোর শুরু হয়েছে। ‘বিচারের দাবি’ এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিলবোর্ডে সুশান্তের ছবি দিয়ে ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন প্রয়াত অভিনেতার দিদি শ্বেতা সিংহ কীর্তি। তিনি লিখেছেন, ‘ক্যালিফোর্নিয়ায় ভাইয়ের বিলবোর্ড। গ্রেট মল পার্কওয়ে এগজিটের পরেই এই বিলবোর্ড। বিশ্বজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে।’

সুশান্তের ভাইঝি মল্লিকা সিংহ এই পোস্টের পরিপ্রেক্ষিতে লিখেছেন, ‘আমাদের সবার যেন এগিয়ে চলার ক্ষমতা থাকে।’ শ্বেতার পোস্টে ২ লক্ষ ৪১ হাজারের বেশি ‘লাইক’ পড়েছে। সবাই এই অভিনেতার মৃত্যুর ঘটনার উপযুক্ত তদন্তের দাবিতে সরব।

অন্যদিকে, সুশান্তের মায়ের ছবি হাতে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ পোস্ট করেছেন অঙ্কিতা লোখান্ডে। তিনি লিখেছেন, ‘আমার বিশ্বাস, তোমরা দু’জন এখন একসঙ্গে আছো।’ এই ছবি দেখে সুশান্তের দিদি লিখেছেন, ‘হ্যাঁ, ওরা একসঙ্গেই আছে। শক্ত হও। আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।’

সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে মুম্বই পুলিশের সঙ্গে বিহার পুলিশের টানাপোড়েন চলছিল। সিবিআই তদন্তের দাবি জানায় বিহার সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, বিহার সরকারের সেই দাবি মেনে নেওয়া হয়েছে। গতকাল সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে তাঁর টাকার উত্‍স নিয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি রিয়া। কোথা থেকে তাঁর অ্যাকাউন্টে অত টাকা এল, কীভাবে তা রোজগার করেছেন তিনি, সে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি বলে ইডি সূত্রে খবর। দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করা হবে রিয়াকে। তাঁর কাছে আর্থিক লেনদেন নিয়ে লিখিত জবাব চাওয়া হয়েছে।

ইতিমধ্যেই ওই মামলার তদন্তভার নিয়েছে সিবিআই।  পাশাপাশি মামলার আর্থিক বিষয়টি তদন্ত করে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেছেন, সিবিআইয়ের হাতে এখনও তদন্তভার যায়নি। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন।  ১১ অগাস্ট ওই বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে মুম্বই পুলিশ যোগ্যতার সঙ্গেই ওই ঘটনার তদন্ত করতে সক্ষম বলে তাঁর দাবি।