কংগ্রেসের দাবি, কমলনাথ সরকার কৃষকদের ঋণমকুবের প্রতিশ্রুতি পূরণ করেছে। শিবরাজের অবশ্য দাবি, ‘গত বছর বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে কৃষিঋণ মকুব করা হবে। গরিব কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস। কৃষকদের ৪৮,০০০ কোটি টাকা দেওয়ার কথা ছিল কংগ্রেসের। কিন্তু দেওয়া হয়েছে মাত্র ১৩,০০০ কোটি টাকা।’ কৃষিঋণ মকুবের ‘প্রমাণ’, শিবরাজের বাড়িতে নথিপত্র ছড়াল কংগ্রেস
Web Desk, ABP Ananda | 07 May 2019 06:34 PM (IST)
আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পচৌরি, মধ্যপ্রদেশের মন্ত্রী পি সি শর্মা সহ কংগ্রেস নেতারা দু’টি গাড়িতে করে একরাশ নথি নিয়ে শিবরাজের বাসভবনের কাছে যান।
ছবি সৌজন্যে ট্যুইটার
ভোপাল: মধ্যপ্রদেশে ক্ষমতায় আসার পর ২১ লক্ষ কৃষকের ঋণমকুবের ‘প্রমাণ’ দেওয়ার জন্য আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের বাসভবনে গিয়ে বহু নথিপত্র ছড়িয়ে দিল কংগ্রেস। শিবরাজ অবশ্য কংগ্রেসের এই দাবি মানতে নারাজ। তিনি ওই নথিপত্রকে ‘ঝুরি ঝুরি মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন। আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পচৌরি, মধ্যপ্রদেশের মন্ত্রী পি সি শর্মা সহ কংগ্রেস নেতারা দু’টি গাড়িতে করে একরাশ নথি নিয়ে শিবরাজের বাসভবনের কাছে যান। এরপর তাঁরা গাড়ি থেকে নেমে বাক্সগুলি মাথায় নিয়ে শিবরাজের বাসভবনে ঢুকে ফেলে দেন।