ধর্মশালা: কৃষিঋণ মকুবের নামে জনগণকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস। হিমাচল প্রদেশে কটাক্ষ প্রধানমন্ত্রীর। জয় রাম ঠাকুরের সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে ধর্মশালায় একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, হিমাচলে বিভিন্ন ক্ষেত্রে মোট ২৬ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলছে। সম্প্রতি রাহুল গান্ধী বলেন, যতদিন না বিজেপি চালিত বিভিন্ন রাজ্যেও কৃষি ঋণ মকুব করা হচ্ছে, ততদিন প্রধানমন্ত্রীকে ঘুমোতে দেবেন না। তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করে মোদি বলেন, এভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস। সেই সঙ্গে ওই রাজ্যের সঙ্গে তাঁর আত্মিক যোগাযোগের কথাও বলেন। হিমাচল প্রদেশকে সাহসি সেনাদের ভূমি বলে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পার্টির কাজের সূত্রে বহুদিন এখানে কাটিয়েছেন তিনি। তাই এই রাজ্য তাঁর নিজের জায়গার মতোই।