অমরাবতী:  জাতীয় রাজনীতি বিভিন্ন বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে উদ্যোগ নিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। তেলঙ্গানার সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর দলের সঙ্গে জোট গড়ে লড়াই করেছিল কংগ্রেস। কিন্তু অন্ধ্রপ্রদেশে টিডিপির সঙ্গে ভোটে জোট বেঁধে লড়াই করবে না কংগ্রেস। আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনে রাজ্যে দল একক শক্তিতেই লড়াই করবে বলে জানাল কংগ্রেস।


এআইসিসি-র সাধারণ সম্পাদক তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চন্ডী বলেছেন, অন্ধ্রপ্রদেশে কংগ্রেস বিধানসভার ১৭৫ এবং লোকসভার ২৫ আসনেই লড়াই করবে। তিনি বলেছেন, টিডিপি-র সঙ্গে তাঁদের জোট জাতীয় স্তরে। রাজ্যের ক্ষেত্রে তার  কোনও যোগ নেই।

প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে চন্ডী জানিয়েছেন, ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে তাঁরা ৩১ জানুয়ারি ফের বৈঠক করবেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি এন রঘুবীর রেড্ডি বলেছেন, নির্বাচনে জোট নিয়ে দলের সভাপতি রাহুল গাঁধীই সিদ্ধান্ত নেবেন। একইসঙ্গে বলেন, অন্ধ্রপ্রদেশে দল একক শক্তিতেই ভোটে লড়াই করবে।