হায়দরাবাদ: লোকসভা নির্বাচনে জিতে কংগ্রেস সরকার গঠন করলে ন্যূনতম রোজগার নিশ্চয়তা প্রকল্প বাস্তবায়িত করা হবে এবং দেশের সব গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আজ দলীয় সভায় এই প্রতিশ্রুতিই দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর বক্তব্য, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, কংগ্রেস দল দেশের সব গরিব মানুষকে ন্যূনতম রোজগারের নিশ্চয়তা দেবে। ২০১৯ সালের নির্বাচনের পর ভারত সরকার ন্যূনতম আয় স্থির করবে। এই আয় কোনও স্তরের চেয়ে কম হবে না। ন্যূনতম আয়ের চেয়ে যাঁদের রোজগার কম হবে, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। যে কোনও অঞ্চল, ধর্ম, ভাষার মানুষকে এই প্রকল্পের সুযোগ দেওয়া হবে। আমরা কাউকে বাদ দেব না। যাঁদের রোজগার ন্যূনতম আয়ের চেয়ে কম, তাঁদের খুঁজে বার করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেব আমরা।’
এই সভা থেকে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন রাহুল। তাঁর দাবি, দু’টি আলাদা ভারত তৈরি করছেন মোদি। একটিতে ধনীদের যাবতীয় সুবিধা দেওয়া হচ্ছে এবং অন্যটিতে কৃষকদের ঋণ মকুবের দাবি মানা হচ্ছে না। ডোকলামে ভারতের সেনা জওয়ানরা যখন লড়াই করছিলেন, তখন মোদি চিনের প্রধানমন্ত্রীর সঙ্গে চা খাচ্ছিলেন বলেও দাবি করেছেন রাহুল। তিনি সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশের ক্ষেত্রেও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ক্ষমতায় এলে দেশের সব গরিবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে কংগ্রেস, প্রতিশ্রুতি রাহুলের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Mar 2019 09:41 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -