পাতিয়ালা: ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা, পুলওয়ামায় জঙ্গি হামলা, বালাকোটে ভারতীয় বায়ুসেনার আক্রমণ নিয়ে যতই চর্চা হোক না কেন, দু’পারের দুই যুবক-যুবতীর মনে তার কোনও প্রভাব পড়েনি। তাঁরা যে অনেকদিন আগেই একে অপরকে হৃদয় দিয়ে ফেলেছিলেন। তাই এই পরিস্থিতিতেই পাকিস্তানের এক যুবতীর সঙ্গে বিয়ে সেরে ফেললেন হরিয়ানার অম্বালা জেলার টেপলা গ্রামের এক যুবক। আজ পঞ্জাবের পাতিয়ালা জেলার একটি গুরুদ্বারে শিখ রীতি অনুযায়ী তাঁদের বিয়ে হয়।
পরবিন্দর সিংহ নামে ওই যুবক জানিয়েছেন, তাঁদের দূর সম্পর্কের আত্মীয়া কিরণ সরজিৎ কউর। তাঁদের পরিবার ১৯৪৭ সালে দেশভাগের পরেও ভারতে না এসে শিয়ালকোটে থেকে যায়। ২০১৪ সালে ভারতে আসেন কিরণ। তখনই তাঁর সঙ্গে পরবিন্দরের আলাপ হয়। ২০১৬ সালে দুই পরিবার বিয়ে ঠিক করে। গত বছর বিয়ে করার জন্য পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নেন পরবিন্দর। কিন্তু তিনি ভিসা পাননি। এরপর ঠিক হয়, কিরণ ও তাঁর পরিবারের সদস্যরা ভারতে আসবেন। গত ২৩ ফেব্রুয়ারি পাতিয়ালা আসার কথা ছিল কিরণদের। কিন্তু পুলওয়ামায় জঙ্গি হামলার পর দু’দেশের মধ্যে উত্তেজনার জেরে বিয়ে পিছিয়ে যায়। ৪৫ দিনের ভিসা নিয়ে বৃহস্পতিবার পাতিয়ালায় আসেন কিরণ। তাঁকে শুধু পাতিয়ালার ভিসা দিয়েছে পাকিস্তানের ভারতীয় দূতাবাস। সেই কারণে বিয়ে করার জন্য পরবিন্দররাই পাতিয়ালা আসেন। বিয়ের পর এবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাবেন কিরণ।
সীমান্তে সামরিক উত্তেজনার মধ্যেই পাকিস্তানি যুবতীকে বিয়ে হরিয়ানার যুবকের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Mar 2019 08:34 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -