নয়াদিল্লি: 'অতিমারীর সময় দেশের স্বাস্থ্য পরিকাঠামোর অবস্থা সঙ্গীন, অর্থনৈতিক অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে আর এই সময় প্রধানমন্ত্রী মোদি ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর প্রিয় কাজে - জনসংযোগে'...এই ভাবেই কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে কটাক্ষ করা  হল নরেন্দ্র মোদিকে। সম্প্রতি প্রধানমন্ত্রীর যোগাভ্যাস ও ময়ূরকে দানা খাওয়ানোর একটি ভিডিও প্রকাশিত হয়। সেই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে আসে।

কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলা হয় এটা 'ময়ূর' (হিন্দিতে যা মোর ) প্রচারের সময় নয়, আরও (ইংরিজিতে MORE) কাজ করার সময়। কংগ্রেসের প্রকাশিত ভিডিওয় দাবি, ভারত ক্রমেই আন্তর্জাতিক মাপকাঠিতে নীচের দিকে নামছে বিভিন্ন ক্ষেত্রে। 'ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ২০২০' র দেওয়া তথ্য অনুসারে ভারত ১৮০ টি দেশের মধ্যে সংবাদপত্রের স্বাধীনতার মাপকাঠিতে আছে ১৪২ লম্বরে। সন্ত্রাসবাদী কার্যকলাপের নিরিখে ভারতের স্থান ১৬০টি দেশের মধ্যে সপ্তম।

গত ২৩ অগাস্ট একটি ভিডিও শেয়ার করেন প্রধানমন্ত্রী। তাতে দেখা যায়, ভোর বেলা ধ্যান করছেন তিনি। আর ময়ূর ঘুরে বেড়াচ্ছে তাঁর বাগানে। তারপর জাতীয় পাখিকে দানাও খাওয়ান মোদি। সেই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়ে যায়।শুধু ইনস্টাগ্রামেও ২৪ লাখের বেশিবার ভিডিওটি শেয়ার করা হয়। এই ভিডিওটিকে হাতিয়ার করেই এখন কংগ্রেস তাদের ট্যুইটার হ্যান্ডেলে তোপ দেগেছে।



এই কঠিন সময়ে প্রধানমন্ত্রীর এই ময়ূরকে দানা খাওয়ানোর ভিডিও কেন? প্রশ্ন তুলেছে কংগ্রেস। এটি নিজের প্রচার ব্যাতীত আর কিছুই নয়, মত তাদের।