নয়াদিল্লি: রাফাল নিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের বক্তব্য বলে দাবি করে একটি অডিওটেপ প্রকাশ্যে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাব চাইল কংগ্রেস। বিরোধী দলের অন্যতম মুখপাত্র রণবীর সিংহ সুরজেওয়ালার দাবি, ভিডিওটি গোয়ার মন্ত্রী বিশ্বজিত্ রানে ও আরেক ব্যক্তির কথোপকথনের। তাতে রানেকে বলতে শোনা যাচ্ছে, গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পর্রীকর বলেছেন, রাফাল সংক্রান্ত যাবতীয় তথ্য, নথি সম্বলিত একটি ফাইল তাঁর বেডরুমে আছে।
রানেকে উদ্ধৃত করে সুরজেওয়ালা বলেন, মুখ্যমন্ত্রী চাঞ্চল্যকর কথা বলেছেন যে, আমার বেডরুমে রাফাল নিয়ে সব তথ্য আছে, যার মানে, তিনি ওগুলি অস্ত্র করে দর কষাকষি করছেন। উনি বলেছেন, রাফাল সংক্রান্ত প্রতিটি নথি, কাগজ শুধু আমার এখানকার ফ্ল্যাট, শোবার ঘরে আছে।
যদিও সেই অডিওর কণ্ঠস্বরটি রানেরই কিনা, তা নিশ্চিত হয়নি। আরেক ব্যক্তির পরিচয়ও প্রকাশ হয়নি।
কংগ্রেস রাফাল ইস্যুতে শুধু মিথ্যাচার করে যাচ্ছে বলে বিজেপি অভিযোগ করে এলেও ভিডিওটি দেখিয়ে মোদিকে নিশানা করে সুরজেওয়ালা কটাক্ষ করেন, এবার তো পরিষ্কার হল, চৌকিদার চোর! প্রধানমন্ত্রীর জবাব দেওয়া উচিত। দেশবাসী জানতে চায়, রাফাল কেলেঙ্কারির কী গোপন নথি মনোহর পর্রীকরের ফ্ল্যাট, বেডরুমে আছে। চৌকিদার কেন পর্রীকরকে ভয় পাচ্ছেন। উনি শুধু বন্ধ ঘরে বসে ইন্টারভিউ দেন, মিডিয়ার প্রশ্নের জবাব দিতে দেখা যায় না। সব নথি প্রকাশ করতে বাধা কোথায়? রাফালে কেলেঙ্কারির কঙ্কাল বেরিয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার সংসদের বাইরে সাংবাদিক সম্মেলনে ভিডিওটি চালিয়ে সুরজেওয়ালা বলেন, নতুন নথিতে চৌকিদারের সবচেয়ে গোপন তথ্যগুলি ফাঁস হচ্ছে। কী লুকোচ্ছে মোদি সরকার, এজন্যই কি যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে না?
সুরজেওয়ালা মোদিকে উদ্দেশ্য করে এও বলেন, আপনার বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ এটা। রাফাল ডিলে দুর্নীতি, অনিয়মের সব নথি আছে ওই ফাইলে। সেগুলি পর্রীকরের কাছে। কেন লুকিয়ে রাখা হচ্ছে? মোদির কিছু লুকনোর না থাকলে কেন পর্রীকর সেগুলি নিজের শোবার ঘরে রেখে দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছেন যে, তাঁর বিরুদ্ধে কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ সেই ফাইলে সব গোপন তথ্যপ্রমাণ আছে। যেদিন পর্রীকরের কথামতো সেগুলি বেরিয়ে যাবে, আমরা বরাবর যা বলছি, সেটাই প্রমাণিত হবে। অর্থাত রাফাল ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি এবং এজন্য যিনি দায়ী, তিনি স্বয়ং প্রধানমন্ত্রী। পর্রীকরের কাছে থাকা রাফাল সংক্রান্ত ফাইলটি প্রকাশ্যে আসা জরুরি হয়ে পড়েছে।