নয়াদিল্লি: রাফাল রায়ের রিভিউ চেয়ে সু্প্রিম কোর্টে পিটিশন। দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরি ও আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টের গত ১৪ ডিসেম্বরের রায় খতিয়ে দেখার আবেদন জানালেন। সেই রায়ে ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানিয়ে পেশ হওয়া সবগুলি জনস্বার্থ পিটিশন খারিজ করা হয়।
আজকের রিভিউ পিটিশনে আবেদনকারীরা বলেছেন, সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় সরকার ‘মুখবন্ধ খামে স্বাক্ষর না করা এক নোটে যে ভুল তথ্য দিয়েছে’, মূলত তার ওপর ভিত্তি করেই ১৪ ডিসেম্বর রায় দিয়েছিল শীর্ষ আদালতের বেঞ্চ। সেটি পুনর্বিবেচনা করা হোক।
তাঁদের পিটিশনটির খোলা আদালতে শুনানির দাবিও করেছেন আবেদনকারীরা।
প্রসঙ্গত, তিন আবেদনকারীর দুজন, যশবন্ত সিনহা ও অরুণ শৌরি কেন্দ্রের প্রাক্তন এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন।
১৪ ডিসেম্বরের রাফাল রায়ের রিভিউ চেয়ে সুপ্রিম কোর্টে যশবন্ত সিনহা, অরুণ শৌরি, প্রশান্ত ভূষণ
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jan 2019 12:12 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -