নয়াদিল্লি: সোয়াইন ফ্লুতে আক্রান্ত বিজেপি সভাপতি অমিত শাহের অসুস্থতা নিয়ে কুরুচিকর কটাক্ষের অভিযোগ কংগ্রেস সাংসদ বি কে হরিপ্রসাদের বিরুদ্ধে। সর্বসমক্ষে তিনি অমিত শাহের অসুস্থতাকে ‘শুয়ার কা জুকাম’ (শুয়োরের জ্বর) বলে মন্তব্য করেছেন। এতে বিতর্ক, সমালোচনার মুখেও আপত্তিকর মন্তব্যের সমর্থনে সাফাই দিয়েছেন তিনি। যা বলেছি, সেজন্য বিন্দুমাত্র অনুতপ্ত নই, বলেছেন হরিপ্রসাদ।
বিজেপি সভাপতি গতকালই ভর্তি হন নয়াদিল্লির এইমস-এ। জানা যায়, তাঁর সোয়াইন ফ্লু হয়েছে।
কংগ্রেসের এই প্রথম সারির নেতা এখানেই থেমে না থেকে কর্নাটকের প্রসঙ্গ টেনে আগাম ভবিষ্যদ্বাণী করেছেন, সেখানকার জেডিএস-কংগ্রেস বিধায়কদের দিকে হাত বাড়ানো বন্ধ না করলে আরও অসুস্থ হবেন অমিত শাহ। কর্নাটকে আমাদের সরকারের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে মানুষ ওঁকে অভিশাপ দেবে।
অসংবেদনশীল মন্তব্যের সমর্থনে হরিপ্রসাদের সাফাই, বিজেপি যে ভাষায় কথা বলে, সেই ভাষাই বলছি আমি। সনিয়া গাঁধীর অসুস্থতার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর দল বিজেপিও একই ধরনের ভাষা ব্যবহার করেছিল, তাঁর চিকিত্সায় কয়েকশো কোটি টাকা খরচের অভিযোগ তুলেছিল। তিনি কি অমিত শাহের দ্রুত আরোগ্য প্রার্থনা করবেন, প্রশ্ন করা হলে হরিপ্রসাদের কটাক্ষ, উনি এইমস-এ আছেন, ভাল হয়ে উঠবেন।
স্বাভাবিক ভাবেই বিজেপির তীব্র নিন্দা করেছে হরিপ্রসাদের মন্তব্যের। দলের নেতা প্রেম শুক্লা বলেছেন, কংগ্রেস এতটা নীচে নেমেছে, ভাবা যায় না! প্রধানমন্ত্রী সনিয়া গাঁধীর অসুস্থতা নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন, এমন অভিযোগও অস্বীকার করেন তিনি।
বিজেপির বিরুদ্ধে কর্নাটকের কংগ্রেস-জেডিএস জোট সরকার ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ ও তা অস্বীকারের প্রেক্ষাপটেই হরিপ্রসাদের এমন বিস্ফোরক মন্তব্য। কংগ্রেসের দাবি, বিজেপি জোট বিধায়কদের ভাঙিয়ে সরকার ফেলতে অপারেশন লোটাস কর্মসূচি নিয়েছে। যদিও তা রুখে দেওয়া হয়েছে বলে গতকাল দাবি করে তারা। পরদিনই অমিত শাহ সম্পর্কে অশালীন মন্তব্য হরিপ্রসাদের।
কর্নাটকের প্রসঙ্গ তুলে অমিত শাহের অসুস্থতা নিয়ে কুরুচিকর কটাক্ষ, সাফাই, কাঠগড়ায় কংগ্রেস সাংসদ
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jan 2019 05:06 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -