শিলং: মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার কয়লাখনিতে আটকে পড়া ১৫ জন শ্রমিকের মধ্যে একজনের দেহ আজ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর এক মুখপাত্র ট্যুইটারে এই খবর জানিয়েছেন। তিনি উদ্ধারকার্যের ভিডিও পোস্ট করেছেন।

গত ১৩ ডিসেম্বর ইঁদুরের গর্তের মতো ওই ৩৭০ ফুট গভীর বেআইনি কয়লাখনি জলে ভেসে যাওয়ায় আটকে পড়েন ১৫ জন শ্রমিক। শুরু হয় উদ্ধারকার্য। নৌবাহিনীর পাশাপাশি উদ্ধারকার্যে যোগ দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও বিমানবাহিনী। উদ্ধারকার্যে বিলম্ব এবং বেআইনি কয়লাখনিগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় মেঘালয় সরকারের সমালোচনা করে সুপ্রিম কোর্ট। শুরুতে উদ্ধারকার্যের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকার কথা জানিয়েছিল মেঘালয় সরকার। পরে উদ্ধারকার্যে গতি আসে।

আজ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার জন্য ‘আন্ডারওয়াটার রিমোটলি অপারেটেড ভেহিকলস’ ব্যবহার করা হচ্ছে। এই বিশেষ যন্ত্র ১৬০ থেকে ২১০ ফুট গভীরে গিয়ে কাজ করতে সক্ষম। যে শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে, সেটি খনির মুখ পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এবার চিকিৎসকদের পর্যবেক্ষণে সেটি উপরে তোলা হবে। দেহটি নিরাপদে বার করার বিষয়ে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

ওই খনি থেকে বেঁচে ফেরা পাঁচ শ্রমিক জানিয়েছেন, তাঁদের এক সহকর্মী হয়তো ভুল করে পাশের একটি পরিত্যক্ত ও জলে ভেসে যাওয়া খনির দেওয়াল ফুটো করে দেন। এর ফলে সেখান থেকে জল ঢুকে পড়ে।