নয়াদিল্লি: সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কংগ্রেস-বিজেপি চাপানউতোর তুঙ্গে, যার সূত্রপাত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের দাবিতে। মিডিয়াকে সাক্ষাত্কারে ১০ বছরের ইউপিএ জমানায় একাধিক সার্জিক্যাল হামলা হয়েছিল বলে জানান মনমোহন। পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলি অভিযোগ করেন, নিরাপত্তাবাহিনী ২০০৮ এর মুম্বই সন্ত্রাসবাদী হামলার পর জঙ্গিদের টার্গেট করতে তৈরি ছিল, কিন্তু মনমোহন সিংহের সরকারই ব্যবস্থা নেয়নি, উল্টে ২৫ সন্ত্রাসবাদীকে ‘শুভেচ্ছামূলক পদক্ষেপ’ হিসাবে ছেড়ে দিয়েছিল, ওদেরই একজন পরে পঠানকোট হামলায় যুক্ত ছিল। কংগ্রেস জমানায় ঘটেছে বলে দাবি করা সার্জিক্যাল স্ট্রাইক ‘অদৃশ্য, অজানা’ বলেও কটাক্ষ করেন তিনি।
এরপরই আসরে নেমে কংগ্রেস মুখপাত্র রাজীব শুক্ল তাঁদের সময় চালানো হয়েছে বলে দাবি করে ৬টি সন্ত্রাস দমনমূলক সার্জিক্যাল হামলার তালিকা প্রকাশ করেন। ২০০৮ এর ১৯ জুন পুঞ্চের ভট্টাল সেক্টর, ২০১১-র ৩০ আগস্ট-১ সেপ্টেম্বর কেল এলাকায় নিলম উপত্যকার সারদা সেক্টর, ২০১৩-র ৬ জানুয়ারি সাবন পাত্র চেকপোস্ট, ২০১৩-র ২৭-২৮ জুলাই নাজাপির সেক্টর, ২০১৩-র ৬ আগস্ট নিলম উপত্যকা, ২০১৩-র ২৩ ডিসেম্বর সার্জিক্যাল হামলা হয়েছিল বলে দাবি করেন শুক্ল। পূর্বতন অটলবিহারী বাজপেয়ি সরকারের আমলে দুটি সার্জিক্যাল অভিযান হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। বলেন, ২০০০ এর ২১ জানুয়ারি নিলম নদীর ওপারে, ২০০৩ এর ১৮ সেপ্টেম্বর পুঞ্চের বারোহ সেক্টরে এই হামলা চলে বলে জানান শুক্ল। তিনি দাবি করেন, কংগ্রেস কখনই সামরিক অভিযান থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেনি। এও বলেন, মনমোহন সিংহ, বাজপেয়ি কখনই এইসব অভিযান নিয়ে বড়াই করেননি। সামরিক অভিযান নিয়ে ঢাক না পেটানোই বরাবরের রীতি, কিন্তু বর্তমান সরকার যাবতীয় রীতিনীতি ভেঙেছে।
জেটলির কটাক্ষ প্রসঙ্গে কংগ্রেসের আরেক মুখপাত্র রাগিনী নায়েকও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ও এক প্রাক্তন সেনাপ্রধান যখন অতীতেও সার্জিক্যাল হামলা হয়েছে বলে জানিয়েছেন এবং অর্থমন্ত্রী সেগুলিকে অদৃশ্য বলছেন, তিনি আসলে শুধু বাজপেয়িজী, মনমোহনজী সম্পর্কেই প্রশ্ন তোলেননি, সেনাবাহিনী ও সেই সময়কার সেনাপ্রধানদের দাবি নিয়েও সংশয় ছড়িয়েছেন।
বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও-ও মনমোহনের কংগ্রেস শাসনে সার্জিক্যাল স্ট্রাইকের দাবিকে ‘জালিয়াতি’, ‘প্রহসন’ বলে কটাক্ষ করে বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের বিরাট শ্রদ্ধা আছে। আমাদের বাহিনী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল হামলা চালানোর ক্ষমতা রাখে, কিন্তু ইউপিএ জমানায় তাদের সেই অভিযান করার অনুমতি দেয়নি কংগ্রেস।
মনমাহনের দাবিকে কটাক্ষ জেটলির, ইউপিএ জমানার ৬টি সার্জিক্যাল স্ট্রাইকের তালিকা দিল কংগ্রেস
Web Desk, ABP Ananda
Updated at:
02 May 2019 07:58 PM (IST)
জেটলির কটাক্ষ প্রসঙ্গে কংগ্রেসের আরেক মুখপাত্র রাগিনী নায়েকও বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ও এক প্রাক্তন সেনাপ্রধান যখন অতীতেও সার্জিক্যাল হামলা হয়েছে বলে জানিয়েছেন এবং অর্থমন্ত্রী সেগুলিকে অদৃশ্য বলছেন, তিনি আসলে শুধু বাজপেয়িজী, মনমোহনজী সম্পর্কেই প্রশ্ন তোলেননি, সেনাবাহিনী ও সেই সময়কার সেনাপ্রধানদের দাবি নিয়েও সংশয় ছড়িয়েছেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -