গোয়ায় গণেশ চতুর্থীর সময় ঘনঘন লোডশেডিং, বিদ্যুৎ দফতরে আরতির মাধ্যমে প্রতিবাদ কংগ্রেসের
Web Desk, ABP Ananda | 05 Sep 2019 07:29 PM (IST)
সেই সময় অবশ্য বিদ্যুৎ দফতরের কর্তারা ছিলেন না।
মারগাও: গোয়ার বিদ্যুৎ বিভাগের সদর দফতরে আরতির মাধ্যমে গণেশ চতুর্থীর সময় ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদ জানাল কংগ্রেস। এই অভিনব প্রতিবাদে হাজির ছিলেন গোয়ার যুব কংগ্রেসের প্রধান বরদ মারডোলকর সহ অন্যান্য নেতারা। সেই সময় অবশ্য বিদ্যুৎ দফতরের কর্তারা ছিলেন না। ফলে কংগ্রেস কর্মীরা আরতির পরেই বিদ্যুৎ দফতর ছেড়ে চলে যান। মারডোলকর বলেন, ‘গ্রামগুলিতে ঘনঘন লোডশেডিং হচ্ছে। ফলে মানুষকে অন্ধকারের মধ্যেই উৎসব পালন করতে হচ্ছে। এই গুরুত্বপূর্ণ সময়েও নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে বিদ্যুৎ দফতর। গোটা রাজ্যে যখন লোডশেডিং চলছে, তখন বিদ্যুৎ বিভাগের কর্তাদের দফতরে থাকা উচিত ছিল। কিন্তু তাঁরা নেই।’