গ্রাহকদের কিছুটা স্বস্তি দিল সিইএসসি, আপাতত দিতে হবে না এপ্রিল-মে মাসের বাড়তি মাসুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jul 2020 09:47 PM (IST)
সিইএসসি-র সিদ্ধান্তে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: সিইএসসির বিল বিতর্কে গ্রাহকদের কিছুটা স্বস্তি। বিদ্যুৎবণ্টন সংস্থার তরফে জানানো হল, আপাতত জুন মাসের বিলই দিতে হবে গ্রাহকদের। আপাতত দিতে হবে না এপ্রিল-মে মাসের বাড়তি মাসুল। সেই সঙ্গে বাড়ানো হল বিলের টাকা জমা দেওয়ার সময়সীমাও। বিদ্যুতের বিল-বিতর্কে জানিয়ে দিল সিইএসসি। জুন মাসের ইউনিট খরচ গ্রাহকদের জানানো হবে। কীভাবে বিলের টাকা দিতে হবে, সেটাও পরে জানাবে সিইএসসি। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর (এমডি) দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাদের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা সিদ্ধান্ত নিয়েছেন যে, আপাতত দিতে হবে না এপ্রিল-মে মাসের বাড়তি মাসুল।‘ সিইএসসি-র সিদ্ধান্তে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘কলকাতায় ৩৩ লক্ষ গ্রাহকের মধ্যে সাড়ে ২৫ লক্ষ গ্রাহককে ছাড় দেওয়ার ঘোষণা করল সিইএসসি । এখন শুধুমাত্র জুন মাসে খরচ হওয়া ইউনিটের বিলই মেটাতে হবে। জুন মাসে এপ্রিল ও মে-র যে বিল পাঠানো হয়েছে তা স্থগিত করা হয়েছে। বিল জমা দেওয়ার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। জয় কলকাতার!’