সংস্থার ম্যানেজিং ডিরেক্টর (এমডি) দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাদের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা সিদ্ধান্ত নিয়েছেন যে, আপাতত দিতে হবে না এপ্রিল-মে মাসের বাড়তি মাসুল।‘
সিইএসসি-র সিদ্ধান্তে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘কলকাতায় ৩৩ লক্ষ গ্রাহকের মধ্যে সাড়ে ২৫ লক্ষ গ্রাহককে ছাড় দেওয়ার ঘোষণা করল সিইএসসি । এখন শুধুমাত্র জুন মাসে খরচ হওয়া ইউনিটের বিলই মেটাতে হবে। জুন মাসে এপ্রিল ও মে-র যে বিল পাঠানো হয়েছে তা স্থগিত করা হয়েছে। বিল জমা দেওয়ার মেয়াদ আরও বাড়ানো হয়েছে। জয় কলকাতার!’