নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর ট্যুইট, ‘হ্যাঁ, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কথা হোক। পাকিস্তানের সঙ্গেও আলোচনা হোক। তবে এবার টেবলে আলোচনা হতে পারে না। কথা হোক যুদ্ধের ময়দানে। যথেষ্ট হয়েছে।’ এই জঙ্গি হামলায় অন্তত ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই হামলার নিন্দায় সরব। গম্ভীরের প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণ, শিখর ধবনও ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন।