ওই মহিলার নাম কাশ্মীরাবেন। রাহুল যখন মঞ্চে বসেছিলেন, তখন আরও কয়েকজন মহিলার সঙ্গে তাঁকে মালা পরাতে গিয়ে গালে চুম্বন করেন ওই প্রৌঢ়া। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি সুরাতের কংগ্রেস কর্মী। আমি ৪৮ বছর ধরে কংগ্রেস করছি। আমি রাহুল গাঁধীর শুভাকাঙ্খী। তিনি আমার ভাইয়ের মতো। তিনি এখানে আসায় আমি উল্লসিত। আমরা তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’ মঞ্চেই রাহুলকে চুম্বন মহিলা কংগ্রেস কর্মীর
Web Desk, ABP Ananda | 14 Feb 2019 06:50 PM (IST)
ধর্মপুর: ভালবাসার দিনে দলের এক মহিলা কর্মীর কাছ থেকে চুম্বন উপহার পেলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। গুজরাতের ভালসাদ জেলায় জনসভার মঞ্চেই রাহুলকে চুম্বন করলেন কংগ্রেসের এক মহিলা কর্মী। তিনি অবশ্য জানিয়েছেন, এর সঙ্গে ভ্যালেন্টাইন’স ডে-র কোনও সম্পর্ক নেই। রাহুল তাঁর ভাইয়ের মতো। সেই কারণেই তিনি দলীয় সভাপতিকে চুম্বন করেছেন।