ওই মহিলার নাম কাশ্মীরাবেন। রাহুল যখন মঞ্চে বসেছিলেন, তখন আরও কয়েকজন মহিলার সঙ্গে তাঁকে মালা পরাতে গিয়ে গালে চুম্বন করেন ওই প্রৌঢ়া। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি সুরাতের কংগ্রেস কর্মী। আমি ৪৮ বছর ধরে কংগ্রেস করছি। আমি রাহুল গাঁধীর শুভাকাঙ্খী। তিনি আমার ভাইয়ের মতো। তিনি এখানে আসায় আমি উল্লসিত। আমরা তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’