কলকাতা: এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, গতকাল তাঁর কিডনি ঠিকমতো কাজ করছিল না। কিডনি যাতে ঠিকমতো কাজ করে তার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
অভিনেতার ফুসফুস ও শরীরে যে সংক্রমণ রয়েছে তার জন্য অ্যান্টি বায়োটিক ও অ্যান্টি ফাঙ্গাল ওষুধ দেওয়া হয়েছে। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণ ঠিক রয়েছে। ঠিক রয়েছে রক্তচাপও।
হৃদযন্ত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যাতে স্বাভাবিকভাবে কাজ করে তার জন্যও ওষুধ দেওয়া হয়েছে। সমস্ত চিকিৎসা পদ্ধতি ও ওষুধে কাজ হচ্ছে কিনা তা বেলার দিকে খতিয়ে দেখবেন চিকিৎসকরা।
এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, ফুসফুসে রয়েছে সংক্রমণ, এখনও ভেন্টিলেশনেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Oct 2020 08:22 AM (IST)
এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, গতকাল তাঁর কিডনি ঠিকমতো কাজ করছিল না।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -