কলকাতা: এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, গতকাল তাঁর কিডনি ঠিকমতো কাজ করছিল না। কিডনি যাতে ঠিকমতো কাজ করে তার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করা  হয়েছে।

অভিনেতার ফুসফুস ও শরীরে যে সংক্রমণ রয়েছে তার জন্য অ্যান্টি বায়োটিক ও অ্যান্টি ফাঙ্গাল ওষুধ দেওয়া হয়েছে। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণ ঠিক রয়েছে। ঠিক রয়েছে রক্তচাপও।

হৃদযন্ত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যাতে স্বাভাবিকভাবে কাজ করে তার জন্যও ওষুধ দেওয়া হয়েছে। সমস্ত চিকিৎসা পদ্ধতি ও ওষুধে কাজ হচ্ছে কিনা তা বেলার দিকে খতিয়ে দেখবেন চিকিৎসকরা।