নয়াদিল্লি: দেশে করোনায় দৈনিক সংক্রমণ এক লাফে ৩৬ শতাংশ বাড়ল। ৩৩ শতাংশ বেড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের পাঁচশো ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন। যদিও এই সংখ্যাটি গত ১৪০ দিনের মধ্যে সর্বনিম্ন।
একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৯৭ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১। করোনাকে জয় করে ৪০ হাজার ১৩ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ১২ লক্ষ ২০ হাজার ৯৮১ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৩ লক্ষ ১২ হাজার ৩৫১ জনের। আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৩৮ লক্ষ ৮১ হাজার ৫১৬।
যদিও গতকালের পরিসংখ্যান খানিক স্বস্তি দিয়েছিল। ১৪৭ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ ছিল এদিন। একদিনে মৃত্যুর সংখ্যাও কমেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, ওই ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ২০৪ জন। যা গত ১৪৭ দিনে সর্বনিম্ন।
একদিনে করোনায় মৃত্যু হয়েছিল ৩৭৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৮ হাজার ৬৮২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ কোটি ১৯ লক্ষ ৯৮ হাজার ১৫৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৮ হাজার ৫০৮। করোনাকে জয় করে ৪১ হাজার ৫১১ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছিলেন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছিলেন ৩ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৯৬৮ জন।
উল্লেখ্য, রাজ্যের তিন জেলায় করোনা সংক্রমণের হার বিপজ্জনক। রাজ্য স্বাস্থ্য দফতরের দ্বিতীয় পর্যায়ের সেন্টিনাল রিপোর্টে সামনে এল উদ্বেগজনক তথ্য। রাজ্যে করোনা সংক্রমণের হার জানতে জুলাই থেকে সমীক্ষা শুরু করেছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, জুলাইয়ে ১৫টা জেলায় সমীক্ষায় দেখা যায় গোটা রাজ্যে সংক্রমণ বৃদ্ধির হার গড়ে ১.০৫ শতাংশ। সংক্রমণের হার ৬.৭৫ শতাংশ হওয়ায় দার্জিলিঙের করোনা পরিস্থিতি বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়।