নয়াদিল্লি: পুণের একটি হাসপাতালের এক নার্সকে ফোন করে তাঁর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ছায়া জগতপ নামে ওই নার্সকে বলেন, ‘আপনার মতো লক্ষ লক্ষ নার্স, প্যারামেডিক্যাল কর্মী, চিকিৎসক এখন আসল তপস্বীর মতো দেশের বিভিন্ন হাসপাতালে রোগীদের সেবা করে চলেছেন। আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনার অভিজ্ঞতার কথা শুনে আমি খুশি হয়েছি।’

একটি সংবাদসংস্থা সূত্রে খবর, ওই নার্সের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের অডিও রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রধানমন্ত্রী মরাঠি ভাষায় কথা শুরু করেন। তিনি ওই নার্সের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন। তিনি ব্যক্তিগত জীবন ও কাজের মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখছেন, সেটাও জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী। জবাবে ছায়া বলেন, ‘হ্যাঁ, আমি পরিবারের লোকজনকে নিয়ে উদ্বিগ্ন। তবে কাজকর্ম চালিয়ে যেতেই হবে। এই পরিস্থিতিতে রোগীদের সেবা করতেই হবে। আমি সব কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ওই নার্স প্রধানমন্ত্রীকে আরও বলেন, ‘আমরা রোগীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমরা তাঁদের বলছি, ভয় পাবেন না। তাঁদের আশ্বাস দিচ্ছি, কিছুই হবে না। তাঁদের রিপোর্টে করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া যাবে না। আমাদের হাসপাতালের অন্যান্য কর্মীরাও রোগীদের রোগীদের শান্ত করার চেষ্টা করছেন। আমাদের এই রোগকে দূর করে দেশকে জেতাতে হবে। এটাই সব হাসপাতাল ও কর্মীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।’

তাঁদের কাজকে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ওই নার্স বলেন, ‘আমি শুধু নিজের কাজ করে যাচ্ছি। আপনিও দেশের জন্য কাজ করে চলেছেন। আপনার কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।’