মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে এই মহিলা বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি দেখে আমি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সবার কাছে আমার আবেদন, সরকারের নির্দেশিকা মেনে চলুন এবং লকডাউনের সময় বাড়িতেই থাকুন।’
মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ট্যুইট করে এই মহিলার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠন, স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং ইনদওরের পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। করোনা ভাইরাস মোকাবিলায় প্রত্যেকের উদ্যোগের প্রশংসা করেছেন শিবরাজ।