রাস্তা থেকেই সেই দুধ খেতে শুরু করে একদল কুকুর। এ দৃশ্য মোটেই বিরল নয়। কিন্তু তারপরে যা ঘটল, তা মর্মান্তিক। খিদের জ্বালা সহ্য করতে না পেরে একটু দূরে, একই ভাবে, রাস্তা থেকে দুধ তুলে খাওয়ার চেষ্টায় লেগে পড়ে মানুষও। এক ব্যক্তি কোনওরকমে দুধ তুলে মাটির পাত্রে তোলার চেষ্টা করতে থাকেন।
দেশজুড়ে হত ২৫ মার্চ থেকে চলছে লকডাউন। তার জেরে কর্মহীন হয়েছেন বহু মানুষ।বহু মানুষের বেতন গেছে আটকে। তাই অভুক্ত দিন কাটছে অনেকেরই। সরকারের পক্ষে বহু পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও দেশে খাদ্য সমস্য যে খুবই প্রকট, তা ধরা পড়ল তাজ মহল থেকে মাত্র ৬ কিমি দূরের এই দৃশ্যে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইতিমধ্যেই জানিয়েছে, করোনাভাইরাস ও লকডাউনের জেরে ৪০ কোটি মানুষ কাজ হারাতে পারে ভবিষ্যতে। তখন যে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা সহজ অনুমেয়।