নয়াদিল্লি: মঙ্গলবার দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখার কিছুক্ষণের মধ্যেই নিজের ট্যুইটার হ্যান্ডলের ছবি বদলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নতুন ছবিতে দেখা যাচ্ছে গামছা দিয়ে নিজের মুখ ও নাক ঢেকে রেখেছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এটা পরেই তিনি এদিন জাতির উদ্দেশে বক্তব্য রাখেন, যেখানে তিনি আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের সময় বৃদ্ধি করার ঘোষণা করেন। এদিনের নিয়ে গত একমাসে তৃতীয়বার জাতির উদ্দেশে বক্তব্য রাখলেন তিনি।
বলাই বাহুল্য, কোভিড-১৯ অতিমারীর সময়ে তিনি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই ছবি বদলেছেন। প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছেন, যাঁরা বাজারে প্রচলিত মাস্ক কিনতে পারেননি, তাঁদের চিন্তা করার কোনও কারণ নেই। বাড়িতে থাকা সুতির বস্ত্র বা গামছা বা সমতুল্য কাপড় দিয়েই নিজেই নিজের মাস্ক তৈরি করতে পারেন সকলে।
মোদি যে গামছা পরেছিলেন, তা সাদা রঙের। তাতে লাল পাড় ও কালো-সাদার একটি নকশা করা। বক্তব্যের প্রথমদিকে তিনি ওই গামছা দিয়ে নাক-মুখ ঢেকে মানুষকে স্বাগত জানান। পরে, বক্তব্য রাখার সময় তা সরিয়ে দেন অবশ্য।
এই প্রথম নয়। এর আগে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময়ও করোনা সচেতনতা বজায় রেখে ঘরে তৈরি মাস্ক পরেছিলেন মোদি। এদিন লকডাউনের সময় বৃদ্ধির করে প্রধানমন্ত্রী সকলকে নিয়ম শৃঙ্খলা ও নিষেধাজ্ঞা মেনে চলার পরামর্শ দেন।
বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৬৩। মারা গিয়েছেন ৩৩৯ জন।
গামছার মাস্ক পরে দেশবাসীকে বার্তা, সেই ছবি দিয়ে ট্যুইটারের ডিপি বদল প্রধানমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2020 01:16 PM (IST)
বলাই বাহুল্য, কোভিড-১৯ অতিমারীর সময়ে তিনি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই ছবি বদলেছেন প্রধানমন্ত্রী
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -