কলকাতা: সারা দেশের সঙ্গে এ রাজ্যেও করোনাভাইরাসজনিত পরিস্থিতি উদ্বেগ ছড়িয়েছে। প্রত্যেকদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।  এরইমধ্যে  রেলের শিয়ালদা-হাওড়া ডিভিশনে ৫০ চালক ও গার্ড করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। এর প্রভাব পড়ল ট্রেন পরিষেবায়।   শিয়ালদা ডিভিশনে আজ ২৫ ট্রেন  লোকাল ট্রেন বাতিল হয়েছে। দূরপাল্লার ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। 


হাওড়া ডিভিশনে কোনও ট্রেন বাতিল না হয়নি। তবে  ট্রেন বাতিলের আশঙ্কা থেকেই যাচ্ছে বলে রেল সূত্রে খবর। কারণ, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।


গত বছর লকডাউনের পর দীর্ঘদিন ট্রেন পরিষেবা বন্ধ ছিল। ওই পর্বে পরে স্পেশ্যাল কিছু ট্রেন চলাচল করেছিল।তবে লোকাল ট্রেন পরিষেবা বন্ধই ছিল। বেশ কয়েকমাস পরে কোভিড বিধি মেনে ট্রেন চলাচল শুরু হয়েছে। 


এরইমধ্যে সারা দেশজুড়েই করোনার দ্বিতীয় ঢেউ হানা দিয়েছে।দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেড়েই চলেছে সংক্রমণ। একদিনে ভারতে করোনায় আক্রান্ত হলেন ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬১৯ জনের।


রাজ্যেও উদ্বেগ ও আতঙ্ক বাড়িয়েছে করোনা সংক্রমণের উর্ধ্বগতি। সোমবার   রাজ্য সরকারের প্রকাশিত হিসেব অনুযায়ী  শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৪১৯ জন । সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৯৯২৭ ।রবিবার অবধি, মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৫১৫০৮ । এখনও পর্যন্ত করোনায় রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে সাড়ে দশ হাজারের বেশি ।


সোমবারের পরিসংখ্যাণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে মোট ২৮ জনের । এখনও পর্যন্ত রাজ্যে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৯৬৩৮। এবার সংক্রমণে সব থেকে এগিয়ে কলকাতা,  উত্তর ২৪ পরগনা । গত ২৪ ঘণ্টায় কলকাতা জেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ । উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮৬০ জন।