লখনউ: করোনা পরীক্ষায় গতি আনতে এবং মানুষের কাছে সহজে পরিষেবা পৌঁছে দিতে কাল থেকে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের রাস্তায় নামছে ১১টি করোনা পরীক্ষার গাড়ি। শহরের বিভিন্ন জায়গায় ঘুরবে এই গাড়িগুলি।


উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাতটি বেসরকারি ল্যাবরেটরির সঙ্গে যৌথ উদ্যোগে এভাবে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে চারটি সরকারি গাড়ি দেওয়া হচ্ছে। বেসরকারি ল্যাবগুলি বাকি সাতটি গাড়ি দিচ্ছে। কোনও বাড়ির বাসিন্দা করোনা আক্রান্ত বলে সন্দেহ দেখা দিলে সংশ্লিষ্ট বাড়িতে এই গাড়ি নিয়ে গিয়ে নমুনা সংগ্রহ করা হবে।  


এ বিষয়ে জেলাশাসক অভিষেক প্রকাশ জানিয়েছেন, ‘উপসর্গযুক্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করার সময় তাঁদের ফোন নম্বর ও ঠিকানা সংগ্রহ করবেন গাড়িতে থাকা কর্মীরা। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসুক বা নেগেটিভ, সেদিনই পোর্টালে তা আপলোড করে দেওয়া হবে।’


জেলাশাসক আরও জানিয়েছেন, কোনও বেসরকারি ল্যাবের বিরুদ্ধে যদি করোনা পরীক্ষার জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে অতিমারী আইনে ব্যবস্থা নেওয়া হবে।


দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভয়ঙ্কর পরিস্থিতি। দৈনিক মৃত্যু কমলেও ফের বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৮৭ হাজার ১২২। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ৭০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪০০। 


অ্যাক্টিভ কেসের সংখ্যা গতকালের তুলনায় কমে হয়েছে ৩১ লক্ষ ২৯ হাজার ৮৭৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ২৩ লক্ষ ৫৫ হাজার ৪৪০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৭৭।


দেশের আরও কয়েকটি রাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশেও করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। লখনউয়ে সংক্রমণ মারাত্মক। সেই কারণেই নতুন ব্যবস্থা নিল প্রশাসন।