মাদুরাই: তামিলনাড়ুর মাদুরাই রাজাজি সরকারি হাসপাতালে করোনা ভাইরাস ওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক জাঁকজমক দেখা গেল। ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করা হয় ওই বিশেষ ওয়ার্ডটি। চকোলেটও বিলি করা হয়। চিনে ভয়াবহ আকার ধারণ করা ভাইরাস মোকাবিলার জন্য হাসপাতালে বিশেষ ওয়ার্ড চালু করা উপলক্ষে এত আয়োজনের প্রয়োজন ছিল কি না, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।
এই হাসপাতালের সুপার ড. সাঙ্গুমণি অবশ্য জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত এখানে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোগীদের কথা ভেবেই আমরা এই ওয়ার্ড চালু করলাম। এই বিশেষ ওয়ার্ডে আলাদা ঘর সহ ৬-৮টি শয্যা আছে। রাজ্যে যদি কারও শরীরে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা যায়, তাহলে এখানে পরীক্ষা করা যাবে।’
হাসপাতাল সূত্রে আরও খবর, এক ফুসফুস বিশেষজ্ঞর নেতৃত্বে দু’টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এই দলের সদস্যরা আইসোলেশন ওয়ার্ডে ২৪ ঘণ্টা থাকবেন। কোনও সন্দেহজনক রোগী এই হাসপাতালে এলেই তাঁর শারীরিক পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
মাদুরাইয়ের সরকারি হাসপাতালে করোনা ভাইরাস ওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল আয়োজন, কাটা হল ফিতে, চকোলেট বিলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jan 2020 06:42 PM (IST)
চিনে ভয়াবহ আকার ধারণ করা ভাইরাস মোকাবিলার জন্য হাসপাতালে বিশেষ ওয়ার্ড চালু করা উপলক্ষে এত আয়োজনের প্রয়োজন ছিল কি না, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।
ছবি সৌজন্যে এএনআই
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -