নয়াদিল্লি: দেশবাসীর কাছে ৯ মিনিট সময় চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর আবেদন, ৫ এপ্রিল, রবিবার রাত ৯টায় বাড়িতে থেকেই ৯ মিনিটের জন্য প্রদীপ, মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালান। যাতে সকলকে এই বার্তা দেওয়া যায় যে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেউ একা নয়। সকলেই ঐক্যবদ্ধ।


তবে রবিবার রাত ৯টায় করোনা ভাইরাস নির্মূল হয়ে যাবে বলে অনেকে বিভ্রান্তি ছড়ালেও তা আদৌ সত্যি নয় বলে জানিয়ে দিল প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি। শুক্রবার তারা জানিয়েছে, প্রধানমন্ত্রীর আবেদন নিয়ে বিজ্ঞানসম্মতভাবে ভাবুন। তবে গুজব ছড়াবেন না। ৫ এপ্রিল রাত ৯টায় মোটেও করোনার জীবাণু ধ্বংস হয়ে যাবে না।

প্রধানমন্ত্রী ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য বাতি জ্বালাও কর্মসূচি ঘোষণা করার পরই সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে গুজবে। কেউ লিখেছেন, রাত ৯টায় ১৩০টি মোমবাতি একসঙ্গে জ্বালালে তাপমাত্রা ৯ ডিগ্রি বেড়ে যাবে এবং করোনা ভাইরাস ধ্বংস হবে! এই তথ্য নাকি আইআইটি-র এক প্রফেসরের!

যদিও পিআইবি থেকে জানিয়েছে, এরকম সমস্ত তথ্যই ভুয়ো আর ভিত্তিহীন। পুরোটাই গুজব। দেশবাসীর কাছে তাঁদের আবেদন, গুজবে কান দেবেন না। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে করোনার মোকাবিলা করুন।