নয়াদিল্লি: করোনা সংক্রমণ রোধে মাস্ককে অন্যতম গুরুত্বপূর্ণ সরঞ্জাম বলে মনে করা হয়। করোনার প্রাদুর্ভাবের পর থেকেই তাই বাজারে মাস্কের চাহিদা তুঙ্গে। বেশিরভাগ জায়গায় অমিল মাস্ক। এন ৯৫ মাস্ক নিয়ে শুরু হয়েছে কালোবাজারিও।
যদিও মাস্ক পরলেই করোনার হাত থেকে মুক্তি পেয়ে গেলেন, এমন ভাবার কোনও কারণ নেই বলে হুঁশিয়ারি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তারা জানিয়েছে, মাস্ক পরলেই করোনায় আক্রান্ত হবেন না, এমন ধারণা ভুল। তবে মাস্কের ব্যবহার আগে থেকেই আক্রান্তদের শরীর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা কমায় বলে জানিয়েছে হু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপদকালীন প্রকল্পের এগজিকিউটিভ ডিরেক্টর ড. মাইক রায়ান জানিয়েছেন, করোনা সংক্রমণ এড়াতে সকলের উচিত নিজেদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখার। তবে সেটা যে সব সময় সম্ভব নয়, সেটাও মেনে নিয়েছেন তিনি।
তবে এন ৯৫-এর মতো বিশেষ মাস্ক শুধুমাত্র চিকিৎসক ও চিকিৎসার সঙ্গে যুক্তদেরই ব্যবহার করা উচিত বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রায়ান জানিয়েছেন, কম বয়সীদের ক্ষেত্রে করোনার সংক্রমণের উপসর্গ দু-তিন সপ্তাহ ধরে থাকা কাশি বা জ্বর। তবে প্রবীণরা করোনায় আক্রান্ত হলে নিউমোনিয়ার মতো গুরুতর ব্যাধিও বাসা বাধতে পারে শরীরে। যা থেকে হতে পারে মৃত্যু।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মাস্ক পরলেও থাবা বসাতে পারে করোনা, তবে আক্রান্তদের থেকে সংক্রমণ ছড়ানো আটকানো যায়, জানাল হু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2020 09:44 AM (IST)
করোনা সংক্রমণ রোধে মাস্ককে অন্যতম গুরুত্বপূর্ণ সরঞ্জাম বলে মনে করা হয়। করোনার প্রাদুর্ভাবের পর থেকেই তাই বাজারে মাস্কের চাহিদা তুঙ্গে। বেশিরভাগ জায়গায় অমিল মাস্ক।
Lima: An employee shows a face mask at a textile workshop in the Gamarra neighborhood of Lima, Peru, Wednesday, March 4, 2020. Sensing a business opportunity, local workshop owners have begun to ramp up production of face masks, although cases of the new coronavirus have yet to be reported in Peru. Owners have seen prices double as demand for face masks rise. AP/PTI(AP05-03-2020_000007B)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -