ইনদওর: পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পর এবার করোনা ভাইরাস নিয়ে আজব মন্তব্য করলেন এরাজ্যের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তাঁর দাবি, ‘আমাদের দেশে ৩৩ কোটি দেব-দেবী আছেন। তাই এদেশে করোনা ভাইরাসের কোনও প্রভাব পড়বে না।’


ভারতে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৮৩ জন। মৃত্যু হয়েছে অন্তত দু’জনের। সংক্রমণ রোখার লক্ষ্যে বিভিন্ন রাজ্যে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। জমায়েতের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতেও হাস্য কবি সম্মেলন বাতিল করেননি কৈলাস। সেই অনুষ্ঠানেই তিনি দাবি করেন, ‘হনুমানের আশীর্বাদ থাকায় করোনা আমাদের কিছু করতে পারবে না।’ প্রাক্তন বিধায়ক জিতু জিরাতিও দাবি করেছেন, হনুমানের আশীর্বাদে কারও সংক্রমণ হবে না।