চণ্ডীগড়: তিনবার অলিম্পিকে ভারতকে সোনা এনে দেওয়া প্রবাদপ্রতিম হকি তারকা বলবীর সিংহ সিনিয়র প্রয়াত হয়েছেন। আজ সকালে চণ্ডীগড়ে মারা গিয়েছেন ৯৫ বছরের এই প্রাক্তন খেলোয়াড়, ২ সপ্তাহের বেশি সময় ধরে তিনি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন।


৮ তারিখ বলবীরকে ভর্তি করা হয় মোহালির ফোর্টিস হাসপাতালে। সেখানকার ডিরেক্টর অভিজিৎ সিংহ জানিয়েছেন আজ সকাল সাড়ে ছটা নাগাদ বলবীরের মৃত্যু হয়েছে। পরিবার বলতে তাঁর আছেন মেয়ে সুশবীর ও  তিন ছেলে কানওয়ালবীর, করণবীর ও গুরবীর।

প্রচণ্ড জ্বর ও ব্রঙ্কিয়াল নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বলবীরে মস্তিষ্কে রক্ত জমাট বেধে যায়। ১৮ তারিখ থেকে সেমি কোমাটোজ অবস্থায় ছিলেন তিনি।

দেশের অন্যতম শ্রেষ্ঠ অ্যাথলিট বলবীর সিনিয়র একমাত্র ভারতীয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি যাঁকে তাদের বেছে নেওয়া আধুনিক অলিম্পিক ইতিহাসের ১৬ জন প্রবাদপ্রতিম তারকার মধ্যে রেখেছে।  অলিম্পিক ফাইনালে তাঁর করা সর্বাধিক গোলের রেকর্ড এখন পৃথিবীতে কেউ ভাঙতে পারেননি।