ওয়াশিংটন: '১৯৪১ সালের পার্ল হারবার আক্রমণের থেকেও আমেরিকাকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে নোভেল করোনাভাইরাস'। মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের।
কোভিড ১৯ অতিমারীর নতুন ভরকেন্দ্র হয়ে ওঠা আমেরিকার যে ভয়াবহ ক্ষতি হয়েছে, সেই কথা নিজেই সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায়, 'এই করোনা পরিস্থিতি পার্ল হারবার আক্রমণের চেয়েও খারাপ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়েও খারাপ। এমন আগে কখনও ঘটেনি।' আমেরিকায় করোনা সঙ্কট নিয়ে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
১৯৪১ সালের ৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে মার্কিন বিমান ও নৌ-ঘাঁটিতে অতর্কিতে আক্রমণ করেছিল জাপানের নৌবাহিনী। হাওয়াই দ্বীপে ওই দিনটি ছিল ছুটির দিন। ৬টি বিমানবাহী জাহাজ থেকে ৩৫৩টি জাপানি যুদ্ধবিমান এবং টর্পেডো বিমান মার্কিন নৌঘাঁটিতে একযোগে আক্রমণ করে। চারটি মার্কিন যুদ্ধজাহাজ তাৎক্ষণাত্ ডুবে যায়। অন্য চারটি যুদ্ধজাহাজ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। পার্ল হারবারের ওই হামলায় ১৮৮টি মার্কিন বিমান ধ্বংস হয়। নিহত হয় ২,৪০২ মার্কিন সেনা। আহত হয় আরও ১,২৮২ জন। পার্ল হারবার আক্রমণ ছিল ইতিহাসের অপ্রত্যাশিত সামরিক অভিযান।
অন্যদিকে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্য কেন্দ্রে(ওয়ার্ল্ড ট্রেড সেন্টার) হামলায় ৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়। যার জেরে দীর্ঘ দু-দশকের বেশি সময় ধরে ইরাক ও আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
করোনাভাইরাসের কবলে পড়ে আমেরিকায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৩ হাজারেও বেশি মানুষ। গোটা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষেরও বেশি মানুষের।
করোনায় ক্ষতি পার্ল হারবার, ৯/১১-কেও ছাপিয়ে গেছে, জানালেন ট্রাম্প
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2020 02:53 PM (IST)
'১৯৪১ সালের পার্ল হারবার আক্রমণের থেকেও আমেরিকাকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে নোভেল করোনাভাইরাস'। মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -