২,০০০ টাকার নোট তৈরির খরচ কমল ৬৫ পয়সা
Web Desk, ABP Ananda | 09 Jul 2019 07:14 PM (IST)
রিজার্ভ ব্যাঙ্কের অধিগৃহীত সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড ২,০০০ টাকার নোট ছাপে। এছাড়া অন্য কোনও সংস্থা এই নোট ছাপে না।
নয়াদিল্লি: ২০১৮-১৯ অর্থবর্ষে ২,০০০ টাকার নোট তৈরির খরচ এক বছর আগের তুলনায় ৬৫ পয়সা বা ১৮.৪ শতাংশ কমেছে। আজ রাজ্যসভায় লিখিত জবাবে এমনই জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবর্ষে প্রতিটি ২,০০০ টাকার নোট তৈরির খরচ ছিল ৪.১৮ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে সেই খরচ কমে হয়েছে ৩.৫৩ টাকা। রিজার্ভ ব্যাঙ্কের অধিগৃহীত সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড ২,০০০ টাকার নোট ছাপে। এছাড়া অন্য কোনও সংস্থা এই নোট ছাপে না। ২০০ টাকার নোটও ছাপে এই সংস্থা। সেই নোট তৈরির খরচও ২০১৭-১৮ অর্থবর্ষের তুলনায় ৯ পয়সা কমেছে বলে জানা গিয়েছে। দ্য সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডও নোট ছাপে। এই সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি ২০০ ও ৫০০ টাকার নোট ছাপার খরচ ২০১৭-১৮ অর্থবর্ষের তুলনায় বদলায়নি।