আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে রাহুল বলেছেন, ফ্রান্সের সঙ্গে যুদ্ধবিমান সরবরাহের চুক্তি নিয়ে সংসদে তিনি যে প্রশ্নগুলি তুলেছেন, সেগুলি ভারতবাসী সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রীদের করুন। প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি জানতে চান, কে অনিল অম্বানিকে অফসেট বরাত দিয়েছিল, প্রধানমন্ত্রী যখন এই ডিলের জন্য ‘বাইপাস সার্জারি’ করেন, সে সময় প্রতিরক্ষামন্ত্রকের কর্তারা আপত্তি করেছিলেন কিনা। সীতারামনের কাছে হ্যাঁ বা না-এ জবাব চান তিনি। একটি ভিডিও ট্যুইট করেছেন রাহুল, বলেছেন, ভিডিওটি দেখুন, শেয়ার করুন। প্রত্যেক ভারতীয় প্রধানমন্ত্রী, তাঁর মন্ত্রীদের প্রশ্নগুলি করুন। ‘দোসওয়ালকাজবাব’ হ্যাসট্যাগও ব্যবহার করেন তিনি। গতকালই সংসজে রাফাল নিয়ে আলোচনায় দু ঘন্টার ওপর সরকারের তরফে জবাব দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বিরোধীদের অভিযোগ খন্ডন করে দাবি করেন, কংগ্রেস এ ব্যাপারে মিথ্যা ছড়াচ্ছে। বফর্স কেলেঙ্কারি যেমন কংগ্রেসকে ক্ষমতা থেকে টেনে নামিয়েছিল, তেমনই রাফাল প্রধানমন্ত্রী মোদিকে ক্ষমতায় বহাল থাকতে সাহায্য করবে বলেও মন্তব্য করেন তিনি। লোকসভায় নির্মলা বলেন, কংগ্রেস ‘ঘুষের টাকা পায়নি’ বলেই নিজেরা ক্ষমতায় থাকার সময় রাফাল চুক্তি আটকে দিয়েছিল। পাল্টা ৩৬টি রাফাল যুদ্ধবিমান সরবরাহের ডিলে অনিয়মের অভিযোগ তুলে কংগ্রেসের দাবি, মোদি সরকার আগের সরকারের আমলে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সেগুলি কিনছে। ডিলে শিল্পপতি অনিল অম্বানিকে তারা অন্যায় সুবিধা পাইয়ে দিয়েছে বলেও অভিযোগ কংগ্রেসের। যদিও অভিযোগ অস্বীকার করেছে সরকার ও অম্বানি, দুপক্ষই। রাফাল: আমার সহজ দুটো প্রশ্নের জবাব দিতে পারেননি প্রতিরক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রীদের সেগুলি করুন প্রত্যেক ভারতীয়, ট্যুইট রাহুলের
Web Desk, ABP Ananda | 05 Jan 2019 02:48 PM (IST)
নয়াদিল্লি: রাফাল ডিলে দুর্নীতির অভিযোগে কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ অব্যাহত রেখেছেন রাহুল গাঁধী। আজ তিনি ট্যুইট করেছেন, প্রতিরক্ষামন্ত্রী দু ঘন্টা সংসদে বলেছেন, কিন্তু আমি যে সহজ দুটো প্রশ্ন তাঁকে করেছি, তার জবাব দিতে পারেননি। সংসদে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে করা দুটি প্রশ্নের একটি ভিডিও-ও ট্যুইটে পোস্ট করেছেন তিনি।