বেঙ্গালুরু: দেশজুড়ে লাগাতার নোভেল করোনাভাইরাস সংক্রমণ, মৃত্যুর মধ্যেই ভাল খবর এল কর্ণাটকের বেলারি থেকে। চলতি মাসের শুরুতে জেলার হুভিনা হাদাগালি টাউনের বাসিন্দা ১০০ বছর বয়সি মহিলা করোনা পজিটিভ হয়েছিলেন। তিনি চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেন। এতটুকু ঘাবড়ে না গিয়ে তিনি করোনাভাইরাসকে সাধারণ ঠান্ডা লাগার সঙ্গে তুলনা করেছেন।
নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন, ‘ডাক্তাররা ভাল চিকিৎসা করেছেন। নিয়মিত যেসব খাবার খেয়েছি, সেসবের পাশাপাশি রোজ একটা করে আপেল খেয়েছি। ডাক্তাররা ট্যাবলেট, ইঞ্জেকশন দিয়েছেন। এখন সুস্থ আছি। সাধারণ ঠান্ডা লাগলে যেমন হয়, কোভিড-১৯ সেরকমই।’
স্বাস্থ্য দফতরের লোকজন জানিয়েছেন, হাল্লাম্মা নামে ওই বৃদ্ধার ছেলে ব্যাঙ্কে কাজ করেন। তিনি ৩ জুলাই করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ হন। হাল্লাম্মাও ১৬ জুলাই পজিটিভ হন। একের পর এক তাঁর পুত্রবধূ, নাতির করোনা টেস্টের রিপোর্টও পজিটিভ বেরোয়। তবে তাদের পুরো পরিবারকে বাড়িতে রেখেই চিকিৎসা করা হয়। অবশেষে ২২ জুলাই হাল্লাম্মার রিপোর্ট নেগেটিভ হয়।
রোজ একটা আপেল খান, কোভিড-১৯ সাধারণ ঠান্ডা লাগার মতো ব্য়াপার! সেরে উঠে বলছেন ১০০ বছরের মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jul 2020 08:49 PM (IST)
চলতি মাসের শুরুতে জেলার হুভিনা হাদাগালি টাউনের বাসিন্দা ১০০ বছর বয়সি মহিলা করোনা পজিটিভ হয়েছিলেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -