নয়াদিল্লি: সজাগ না হলে আগামীদিনে দেশে কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তের সংখ্যা উচ্চ হারে বৃদ্ধি পেতে পারে। এমনই সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জাতির উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মোদির জানিয়ে রাখলেন, কঠোর নজরদারি না হলে যে কোনও সম্ভাব্য এলাকা অচিরেই হটস্পটে পরিণত হতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহ এই লড়াই আরও জোরদার রূপ নেবে। লকডাউনকে আরও কঠোরভাবে কার্যকর করা হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরা এই ভাইরাসকে বাড়তে দেব না। হটস্পটগুলির চিহ্নিতকরণ করতে হবে। সেখানে চরম কঠোরভাবে লকডাউন কার্যকর করতে হবে।
তবে, একইসঙ্গে মোদি এ-ও জানিয়ে রাখলেন, সংক্রমিত এলাকা ছাড়া অন্যান্য স্থানে ২০ এপ্রিল থেকে শর্তাধীন যাতায়াতের সম্ভাবনা থাকছে। তবে একইসঙ্গে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, যদি দেখা যায় নিয়ম শিথিল হওয়ার পর সেখানে সংক্রমণ বাড়ছে, ফের তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রীর পরামর্শ, সামাজিক দূরত্ব বজায় রাখুন। রোগ যেন রোগ না ছড়ায় তা নজর রাখুন।
আগামী এক সপ্তাহ লড়াই আরও জোরদার হবে, সতর্ক করলেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2020 11:17 AM (IST)
সজাগ না হলে আগামীদিনে দেশে কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তের সংখ্যা উচ্চ হারে বৃদ্ধি পেতে পারে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -