দেখুন তাঁর বক্তব্য
- দেশবাসীর অসুবিধে হচ্ছে। কেউ সংসার থেকে বিচ্ছিন্ন, কারও জুটছে না খাবার।
- এখন দেশে উৎসবের সময়। পয়লা বৈশাখ, বিহু, পোঙ্গল- তা সত্ত্বেও সব কড়াকড়ি মেনে ঘরে থেকে লকডাউন পালন করছেন তাঁরা।
- ‘ভারত কীভাবে করোনার মোকাবিলা করেছে, তা আপনারা জানেন’
- ‘দেশে একজন আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধে ব্যবস্থা নিতে শুরু করা হয়’
- ‘ভারতে ৫৫০ জন আক্রান্ত হওয়ার পরেই ২১ দিন লকডাউন ঘোষণা করে’
- ‘বিশ্বের শক্তিশালী দেশগুলির তুলনায় আমাদের অবস্থা অনেক ভাল’
- ‘ মাসকয়েক আগে এই সব দেশের পরিস্থিতি ছিল ভারতের মতোই’
- ‘এখন ওইসব দেশে রোগীর সংখ্যা ভারতের থেকে ২৫-৩০ গুণ বেশি’
- ‘লকডাউন-সামাজিক দূরত্ব গ্রহণ করে বড়সড় সাফল্য মিলেছে’
- ‘ আর্থিক ক্ষতি হলেও, ভারতবাসীর জীবনের থেকে কোনও কিছু বড় নয়’
- ‘করোনা যেভাবে ছড়াচ্ছে, তাতে বিশ্বজুড়ে সব দেশে আরও সতর্ক হয়েছে’
- ‘ভারত কীভাবে জয়ী হবে, ক্ষতি কীভাবে কম হবে, তা নিয়ে আলোচনা চলছে’
- ‘এ নিয়ে সব রাজ্যের সঙ্গে আলোচনা চলছে’
- ‘সবার মত লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে’
- ‘ ৩ মে পর্যন্ত ভারতজুড়ে লকডাউন’
- ‘ নতুন এলাকায় যেন রোগ না ছড়ায়, তা দেখতে হবে’
- ‘সংক্রমিত এলাকা ছাড়া অন্যান্য স্থানে শর্তাধীন যাতায়াতের সম্ভাবনা’
- ‘ ২০ এপ্রিল থেকে শর্তাধীন যাতায়াত শুরুর সম্ভাবনা’
- ‘কাল এ নিয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করবে সরকার’
- ‘নিজেদের পরিবারের বয়স্কদের খেয়াল রাখুন’
- ‘সামাজিক দূরত্ব বজায় রাখুন’
- ‘করোনা সংক্রমণ ঠেকাতে আরোগ্য সেতু অ্যাপ’
- কাউকে চাকরি থেকে বরখাস্ত করবেন না।