পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ওই শ্রমিকরা গুজরাত সীমান্তে পৌঁছন। কিন্তু সেখান থেকে তাঁদের ফিরিয়ে দেয় গুজরাত পুলিশ। এরপর ভাসাইয়ে নিজেদের আস্তানায় ফিরে আসছিলেন ওই শ্রমিকরা। তখনই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে। ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক।
গুজরাত, রাজস্থানের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ মুম্বই ও শহরতলির বিভিন্ন অঞ্চলে নির্মাণক্ষেত্রে শ্রমিক হিসেবে কাজ করতে আসেন। করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় এখন সব কাজই বন্ধ। ট্রেন, বাস, উড়ানও বন্ধ। এমনকী, যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য রাস্তার আলোও নিভিয়ে রাখছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বহু শ্রমিক হেঁটে নিজেদের গ্রামে ফিরে যাচ্ছেন। পুলিশের অনুমান, অন্ধকারের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।