নয়াদিল্লি: করোনার দাপট কমবে কবে? পুজোর আগে কি প্রকোপ কমাবে করোনা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। কিন্তু তেমন কোনও আশার আলোই দেখাতে পারল না 'হু'। উলটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিল, কোভিড-১৯ নতুন ও ভয়ঙ্কর চেহারা ধারণ করতে চলেছে আগামী দিনে।
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে হু হু করে বাড়ছে, তাতে বেশ চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু শীর্ষ কর্তা অ্যাডহানম ঘেব্রেইয়েসাস জানিয়েছেন, গত বৃহস্পতিবারই নতুন করে প্রায় দেড় লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন সারা বিশ্বে। এই সংখ্যার প্রায় অর্ধেকই আমেরিকার বাসিন্দা। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াতেও কোভিডের দাপট অব্যাহত। তাই অতিমারী কমার কোনও লক্ষণই এই মুহূর্তে দেখছে না হু।
তিনি আরও বলেন, দীর্ঘদিন আইসোলেশনে থেকে হয়ত মানুষ ক্লান্ত, বিভিন্ন দেশ অর্থনৈতিক সঙ্কট সামলাতে লকডাউন তুলে স্বাভাবিক জীবনের পথে। কিন্তু এই সময়টাই মারাত্মক। এই সময়টাই আরও বেশি সতর্ক হওয়ার।
হু-র প্রযুক্তি বিভাগের কর্ণধার মারিয়া ভ্যান জানান, অতিমারী পৃথিবার নানা প্রান্তে দ্রুত ছড়াচ্ছে। কোনও কোনও দেশ সংক্রমণ সামান্য কিছুটা রুখতে পেরেছে ঠিকই, কিন্তু এখন প্রতিটি দেশেরই প্রস্তুত থাকার সময়।
হু-র হেলথ এমার্জেন্সি প্রোগ্রামের অধিকর্তা মাইক রায়ানের দাবি, এখন নিশ্চিন্ত তো হওয়া যাবেই না। বরং এখন দ্বিতীয়বার তেড়েফুঁড়ে উঠতে পারে নোভেল করোনাভাইরাস। আগামী শরতেই ভয়াবহ আকার ধারণ করতে চলেছে করোনা। তা মোটেও নিয়ন্ত্রণে আসেনি।
নতুন ও ভয়ঙ্কর চেহারা ধারণ করতে চলেছে করোনা, সতর্ক করল হু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2020 08:08 AM (IST)
'দীর্ঘদিন আইসোলেশনে থেকে হয়ত মানুষ ক্লান্ত, বিভিন্ন দেশ অর্থনৈতিক সঙ্কট সামলাতে লকডাউন তুলে স্বাভাবিক জীবনের পথে। কিন্তু এই সময়টাই মারাত্মক। '
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -