নয়াদিল্লি: না, ঋষভের সুযোগ হল না। শেষ মুহূর্তে এসে নাম বাদ পড়ল নবাগত ক্রিকেটার ঋষভ পন্থের। এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী ভরসা রাখল দীনেশ কার্তিকের ওপরই। দলে রাখা হল দুই অভিজ্ঞ উইকেটরক্ষককেই। ধোনির সঙ্গেই ভারতীয় স্কোয়াডে জায়গা করে নিলেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। চার নম্বরের দাবিদার হিসেবে লোকেশের সঙ্গেই নিজেকে সামিল করিয়ে নিলেন কার্তিকও। অলরাউন্ডার হিসেবে হার্দিকের সঙ্গেই রাখা হল বিজয় শঙ্করকেও। অলরাউন্ডার হিসেবে জায়গা পেলেন রবীন্দ্র জাদেজাও। বাদ পড়লেন অম্বাতি রায়াডু।
বিরাটের নেতৃত্বাধীন বিশ্বকাপের ভারতীয় দলে রাখা হল কুলচা জুটিকে। অশ্বিন-জাদেজার বিকল্প হিসেবে উঠে আসা কুলদীপ ও যুজবেন্দ্রকে ভারতীয় স্কোয়াডে সামিল করা হয়েছে। দলে রাখা হয়েছে ভারতের প্রথম সারির তিন পেস আক্রমণ যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ সামিকে।
এক ঝলকে দেখে নিন আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল:
১ বিরাট কোহলি (অধিনায়ক)
২ রোহিত শর্মা (সহ অধিনায়ক)
৩ শিখর ধবন
৪ লোকেশ রাহুল
৫ কেদার যাদব
৬ মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক)
৭ দীনেশ কার্তিক (উইকেটরক্ষক)
৮ রবীন্দ্র জাদেজা
৯ হার্দিক পাণ্ড্য
১০ কুলদীপ যাদব
১১ যুজবেন্দ্র চাহল
১২ যশপ্রীত বুমরাহ
১৩ ভুবনেশ্বর কুমার
১৪ মহম্মদ সামি
১৫ বিজয় শঙ্কর