নয়াদিল্লি: বিটিং দ্য রিট্রিট। ভারত-পাক সীমান্তের দীর্ঘদিনের রীতি। শুক্রবার সেই রীতি পালন করা হবে না বলে জানিয়ে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবারই ওয়াঘা-আতারি সীমান্তে বিটিং দ্য রিট্রিট বাতিল করার কথা জানানো হয়েছে। বিএসএফ-এর তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও পরে অমৃতসরের ডেপুটি কমিশনার শিব দুলাল সিংহ ঢিলোঁও এএনআই-কে জানান, “আজ ওয়াঘা-আতারি সীমান্তে বিটিং দ্য রিট্রিট হচ্ছে না। বায়ুসেনার সিনিয়র দল উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে স্বাগত জানাবেন।” বিএসএফ সূত্র জানা গিয়েছে বীরের ‘ঘর ওয়াপসি’ অনুষ্ঠান নির্ঝঞ্ঝাট করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





আরও জানা গিয়েছে, যে জায়গায় পাক সেনারা উইং কম্যান্ডার অভিনন্দনকে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেবেন, সেখানে ঢুকতে দেওয়া হবে না কোনও আম জনতাকে। প্রসঙ্গত, গত বুধবার পাকিস্তানি যুদ্ধবিমান এফ-১৬-কে তাড়া করতে গিয়েই পাক সেনার হাতে গ্রেফতার হন বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। দু দিন পাকিস্তানি সেনার হেফাজতে থাকার পর আজ দেশে ফিরছেন তিনি। গতকালই পাকিস্তানের পার্লমেন্টে ইমরান খান জানিয়েছিলেন, ‘শান্তির বার্তা’ হিসেবেই ভারতীয় কম্যান্ডারকে ভারতে ফেরাবে তাঁরা। সেই মতো শুক্রবার সকাল থেকেই অভিনন্দনকে ফেরাতে তোড়জোড় শুরু করে পড়শি দেশ। এদিকে বীরের ঘরে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে দেশও।