ভাগ্যক্রমে মোরমুক্ত বেঁচে ফিরেছেন। তবে প্রাণ হারিয়েছেন ২ জওয়ান ও চিত্র সাংবাদিক অচ্যুতানন্দ সাউ। মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে মোরমুক্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ঘিরে ধরে গুলিবৃষ্টি করছে নকশালরা, তার মধ্যে মায়ের প্রতি সাংবাদিকের বার্তা, আমার ভয় করছে না; দেখুন ভিডিও
ABP Ananda, Web Desk | 01 Nov 2018 08:30 AM (IST)
কলকাতা: গভীর জঙ্গলের মধ্যে তখন তাঁদের ঘিরে ধরেছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে আড়াইশো নকশাল। চোখের সামনে ঝাঁঝরা হয়ে যেতে দেখেছেন সহকর্মী চিত্র সাংবাদিককে। কানে আসছে মুহূর্মুহূ গুলির শব্দ। তারই মাঝে মোবাইল ক্যামেরার ভিডিও শ্যুট করেন দূরদর্শনের ভিডিও জার্নালিস্ট মোরমুক্ত শর্মা। মাকে বলেন, এখান থেকে বেঁচে ফিরতে পারবেন বলে তাঁর মনে হয় না, তবে মৃত্যুকে এত কাছ থেকে দেখেও একটুও ভয় করছে না। দেখুন ভিডিওটি