নয়াদিল্লি: মানুষের ত্বকে করোনাভাইরাস প্রায় নয় ঘন্টা টিকে থাকতে পারে। একটি গবেষণায় এমনই দাবি করা  হয়েছে। গবেষণাকারীরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও নোভেল করোনাভাইরাসের তুলনামূলক সমীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাঁরা বলেছেন, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস (আইএবি) মানুষের ত্বকে দুই ঘণ্টা বেঁচে থাকতে পারে। অন্যদিকে, করোনাভাইরাস মানুষের ত্বকে নয় ঘন্টা বেঁচে থাকতে পারে।
ক্লিনিক্যাল ইনফেকসাস ডিজিজ ম্যাগাজিনে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণা অনুসারে, দুটি ভাইরাসই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে নিষ্ক্রিয় হয়ে যায়। গবেষণার এই ফলাফল কোভিড-১৯ সংক্রমণ রুখতে বারবার সাবান দিয়ে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের গুরুত্ব আরও একবার তুলে ধরেছে। গবেষকদের মধ্যে ছিলেন জাপানের কিয়োটো প্রিফেকচারাল ইউনিভার্সিটি অফ মেডিসিনের বিজ্ঞানীরাও।
ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধে লেখা হয়েছে, নোভেল করোনাভাইরাস মানুষের ত্বকে প্রায় নয় ঘণ্টা বেঁচে থাকতে পারে। এর ফলে আইএবি-র চেয়ে এই ভাইরাসের সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে। গবেষকরা করোনার সংক্রমণের প্রসার এড়াতে হাতের ব্যাপারে স্বাস্থ্য বিধি অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন।
উল্লেখ্য, সারা বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের দাপট। সংক্রমণ এড়াতে মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৭০ লক্ষের গণ্ডি পেরোল। সুস্থতার সংখ্যা ৬০ লক্ষ পার।দেশে কমল দৈনিক মৃত্যু, বাড়ল সংক্রমণ। একইসঙ্গে বাড়ল দৈনিক সুস্থতাও। এই নিয়ে ৬৬ দিন দৈনিক সংক্রমিতের সংখ্যায় ভারত বিশ্বে এক নম্বরে।
ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮ হাজার ৩৩৪ জনের। একদিনে মৃত ৯১৮। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৯২৬।
বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ। একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে কমল দৈনিক সুস্থতাও।

করোনায় সারা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লক্ষ ৭১ হাজার ৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৪ হাজার ৫৮৬। গতকাল একদিনে মৃতের সংখ্যা ছিল ৬ হাজার ৯০।

মোট আক্রান্ত ৩ কোটি ৭০ লক্ষ ৮১ হাজার ৬৩১। একদিনে সংক্রমিত ২ লক্ষ ৯৫ হাজার ৮৭৩। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬২ হাজার ৯৯।

বিশ্বে মোট সুস্থ ২ কোটি ৫৭ লক্ষ ৫৮ হাজার ৬৩৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮৮ হাজার ৯৫৬ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২ লক্ষ ৩৫ হাজার ৬৬৪ জন।

করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত আমেরিকা ও ব্রাজিল। আমেরিকায় কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ। সে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লক্ষ ১৪ হাজার ৩৩৭ জনের। একদিনে মৃত ৭৬৭। মোট আক্রান্ত হয়েছেন ৭৭ লক্ষ ১১ হাজার ১৮১ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫২ হাজার ৬২২।